ওয়েলিটংটনের বেসিন রিজার্ভে সেই দুঃস্বপ্নের টেস্ট শেষ হলেও তার রেশ ঠিকই রয়ে গেছে। যেখানে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেই টেস্টেই কীনা লজ্জার এক রেকর্ড গড়ে হারল মুশফিকুর রহীমের দল। সেই ধাক্কা সামলে উঠার আগেই অবশ্য সুখবর মিলল। এই টেস্ট বেশ কিছু ব্যাক্তিগত অর্জন তৃপ্তি এনে দিয়েছে বাংলাদেশকে। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। তার সেই ২১৭ রানের ইনিংসের পুরস্কার হিসেবে উঠে আসলেন সেরা র্যাঙ্কিং। মঙ্গলবার ঘোষিত আইসিসি র্যাঙ্কিংয়ে আট ধাপ ওপরে উঠে আসলেন তিনি। এখন আছেন ২৩ নম্বরে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও সাকিবের এখন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট । তবে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলতে পারেন নি তিনি।অশ্বিন ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৩১ পয়েন্ট পেলেন সাকিব। এখন রেটিং পয়েন্ট ৪৩৬। ক্যারিয়ারে আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালের নভেম্বরে, ৪১৯।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিবরের পর বাংলাদেশি হিসেবে অনেকটা এগিয়েছেন মুশফিকুর রহিম। ওয়েলটিংটনে ১৫৯ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়েছেন তিনি। রয়েছেন ৩৫ নম্বরে। তামিম ইকবাল ২০ নম্বরে।২৮তম স্থানে মুমিনুল হক।
আইসিসি শীর্ষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং-
১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)
৫. মঈন আলী (ইংল্যান্ড)
Discussion about this post