ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেট টেস্টে ব্যর্থতার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। মুশফিকুর রহীম শনিবার ঘোষিত তালিকায় তিন ধাপ পিছিয়েছেন। ৩২তম স্থানে আছেন মুশফিক। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দশ ধাপ পিছিয়ে রয়েছেন ৭৪ নম্বরে।
মুমিনুল হকেরও ব্যাটেও রান নেই। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ব্যর্থ। তিনি নয় ধাপ পিছিয়ে রয়েছেন ৪৪তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২০ নম্বরে আছেন সাকিব আল হাসান। ইনজুরিতে আছেন দলের বাইরে তিনি। তামিম ইকবাল রয়েছেন ৩০ নম্বরে। সিলেট টেস্টে অভিষেক হওয়া আরিফুল হক প্রথমবারের মতো জায়গা পেলেন। আছেন ৯৬তম স্থানে। আর টেস্টে শীর্ষেই আছেন ভারতের বিরাট কোহলি। এরপর অস্ট্রেলিয়ার স্টিভেন স্মি। তিন নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। তারপরই ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হল তাইজুল ইসলামের। সিলিটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে নিয়েছেন ১১ উইকেট। পাঁচ ধাপ উন্নতি র্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে আছেন তিনি। মেহেদী হাসান মিরাজের একধাপ পিছিয়ে ৩৬ নম্বরে। টেস্ট বোলারদের তালিকায় ২০ নম্বরে সাকিব।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তারপর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। দুইয়ে আছেন ভারতের রবিন্দ্র জাদেজা।
Discussion about this post