ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।এরইমধ্যে জিতেছে তিনটি ম্যাটে। তারপরই পথ ধরে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ আছে সাতে। এর আগে আট নম্বরে ছিল টাইগাররা। নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আটে শ্রীলঙ্কা। আর ইংলিশদের হটিয়ে শীর্ষে ভারত।
তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠেছে অস্ট্রেলিয়া। এদিকে আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশ নম্বরে রয়েছে আফগানিস্তান। কারণটাও সংগত। এখনো বিশ্বকাপে জয়ের দেখা পায়নি যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি।
টাইগারদের সামনে আছে আরো এগিয়ে যাওয়ার সুযোগ। ২ জুলাই দল মুখোমুখি হবে নাম্বার ওয়ান ভারতের। তাদের হারাতে পারলে সেমির পথেও এগিয়ে যাবেন মাশরাফিরা। যদিও শেষ ম্যাচে পাকিস্তানকেও হারাতে হবে তাদের। একইসঙ্গে ইংলিশদের পরাজয় কামনা করতে হবে।
Discussion about this post