অনেক দিন হল টি-টুয়েন্টি ক্রিকেট খেলছে না বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে শেষবারের মতো জাতীয় দল খেলতে নেমেছিল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। তারপরও বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। তালিকার সেরা পাঁচে উঠে এসেছেন কাটার মাস্টার। তবে বাংলাদেশের দলীয় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আফগানিস্তানের পেছনে রয়েছে টাইগাররা। আফগানদের থেকে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে এখন অবস্থান এখন ১০ নম্বরে।
রোববার ঘোষিত তালিকায় দেখা গেছে টি-টুয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। এরপরই জসপ্রিত বুমরাহ ও ইমরান তাহির। পাঁচ নম্বরে ওঠে এসেছেন মুস্তাফিজ। আফগানিস্তানের স্পিনার রশিদ খান চার নম্বরেই রয়েছেন। জেমস ফকনারের অবস্থান সাতে। আর সাকিব আল হাসান আছেন নয় নম্বরে।
তবে টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব। তার রেটিং পয়েন্ট এখন ৩৫৪। গ্লেন ম্যাক্সওয়েল ৩৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন। ২০৩ পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন পাঁচ নম্বরে।
নিজেদের এই অবস্থানটা আরো উঁচুতে নিয়ে যেতে পারবে টাইগাররা। দল এখন আছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজরা।
টি-টুয়েন্টি সিরিজ-
প্রথম টি-টুয়েন্টিঃ ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টুয়েন্টিঃ ২৯ অক্টোবর।
Discussion about this post