দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯, আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রান আসে তার ব্যাট থেকে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে সর্বনাশ। নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে আউট এশিয়া কাপ থেকে। তবে এমন সাফল্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই ব্যাটারের। চার বছর ও ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ ১০০-তে উঠলেন শান্ত। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৭৭তম স্থানে এই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ৭৫তম স্থানে উঠেন ২৫ বছর বয়সী ব্যাটার।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এগিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে শীর্ষ ১০০-তে মিরাজ।
সাকিব বোলিংয়ে ফিরেছেন শীর্ষ দশে। দুই ধাপ এগিয়ে দশে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। গত মার্চের আয়ারল্যান্ড সিরিজের পর ফের শীর্ষ দশে সাকিব। বোলিংয়ে সুখবর পেলেন তাসকিন আহমেদ। দুই ধাপ এগিয়ে ৪২ নম্বরে তিনি। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে পেসার শরীফুল ইসলাম। শরীফুল ৯৯ নম্বরে।
দুই ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল ও ঈশান কিষান এগিয়েছেন। ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন গিল, কিষান ১২ ধাপ এগিয়ে উঠেছেন ২৪তম স্থানে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মতোই বোলার এবং ব্যাটারদের শীর্ষস্থানেও কোন পরিবর্তন আসেনি। শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
Discussion about this post