প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। এশিয়া কাপের সুপার ফোরে হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের। যদিও নিজেদের সেরা দল নিয়েও সুপার ফোরে ঠিকঠাক উঠেছিল টাইগাররা। কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই হারে দল। এ কারণেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে আটে এখন সাকিব আল হাসানের দল।
শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ। এ কারণে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা সাকিবদের পতন হলো এক ধাপ। ৩২ ম্যাচে টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। ৭ নম্বরের দল শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
পাশাপাশি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পরিবর্তন এসেছে। এক ধাক্কায় তিনে নেমে চলে গেছে পাকিস্তান। শীর্ষস্থানে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান অজিরা। তালিকার দুইয়ে রোহিত শর্মার ভারত। যারা উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে দুইয়ে উঠে এলেঅ তারা।
সুপার ফোরে টানা দুই হারে বাবর আজমরা পেছালো র্যাঙ্কিংয়ে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারে পাকিস্তান। এর আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল বাবর আজমের দল। হারের পর ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেলো পাকিস্তান।
Discussion about this post