রেকর্ড গড়া ইনিংসটাই তাকে নিয়ে গেলো নতুন এক উচ্চতায়! ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফারজানা হক পিংকি তুলেছিলেন শতরান। যা কীনা বাংলাদেশের কোন নারী ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এবার র্যাঙ্কিংয়েও গড়লেন ইতিহাস। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস গড়লেন বোলার নাহিদা আক্তারও।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হলো ফারজানা পিংকির। ১৯ নম্বরে এখন তিনি। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০৭ রান করে চমক দেখালেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ জায়গা পেলেন তিনি।
ফারজানা ভাঙলেন রুমানা আহমেদের রেকর্ড। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেন রুমানা। যা কীনা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ছিল সেরা। ফারজানার রেটিং পয়েন্ট ৫৬৫। রেটিং পয়েন্টের দিক থেকেও এখন বাংলাদেশের শীর্ষে এই ব্যাটার।
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে নাহিদাও এখন শীর্ষ বিশে। চার ধাপ এগিয়ে ১৯ নম্বরে তিনি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের সেরা। ২০২২ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন ।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খানেরও উন্নতি হয়েছে। বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে এক লাফে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা পেলেন লেগ স্পিনার রাবেয়া।
Discussion about this post