ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার যেন রান বন্যা হল। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা একাই করলেন ১৫৮ বলে ২০৯! ৬ উইকেটে ভারত ৩৮৩। এটিই অজিদের বিপক্ষে যে কোনো দলের ক্রিকেটারের সবচেয়ে বড় ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া ৩২৬ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
জেমস ফকনার সেঞ্চুরি করে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। কিন্তু লাভ হয়নি। ভারত ম্যাচ জেতে ৫৭ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে ইন্দোরে ২১৯ রান করে অপরাজিত ছিলেন শেবাগ। বাকি চার বলে একটি করে চার-ছক্কা মারতে পারলেই তাকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে যেতেন রোহিত শর্মা।
২০৯ রানের এ ইনিংসে ছক্কা ছিল ১৬টি। ওয়ানডে ক্রিকেটে এটি রেকর্ড। এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শেন ওয়াটসন। ২০১১ সালে ঢাকাতে বাংলাদেশের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছিলেন অজি এ অলরাউন্ডার। তাইতো রোহিত বললেন, ‘ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেললাম।
আসলে এমন ইনিংস বুঝি স্বপ্নেই খেলা যায়। চেন্নাইয়ের ছোট্ট মাঠে যা ইচ্ছে তাই করেছেন রোহিত শর্মা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩৮৩/৬ (রোহিত ২০৯, ধাওয়ান ৬০, রায়না ২৮, ধোনি ৬২; ডোহার্টি ২/৭৪, ফকনার)
অস্ট্রেলিয়া: ৪৫.১ ওভারে ৩২৬/১০ (হিউজ ২৩, হ্যাডিন ৪০, ম্যাক্সওয়েল ৬০, ফকনার ১১৬, ওয়াটসন ৪৯; সামি ৩/৫২, জাদেজা ৩/৭৩, অশ্বিন ২/৫১, বিনয় ১/১০২)
ফল: ভারত ৫৭ রানে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা।
সিরিজ: ভারত ৩-২ এ জয়ী
সিরিজ সেরা: রোহিত শর্মা
http://youtu.be/yFtc3uWR89c
Discussion about this post