ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
জিতলেই প্রথমবারের মতো ভারতের মাটিতে ইতিহাস রচনা করবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। কিন্তু বল হাতে শুরু থেকেই ছন্নছাড়া হয়ে পড়েন মোস্তাফিজুর রহমানরা। এ সুযোগে এক প্রান্তে ঝড় তোলেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত তার কাছেই বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এরফলে স্বাগতিকরা তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন রাজকোটে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে রোহিত শর্মার ৬৩ বলে ৬ চার ও ৬ ছয়ে ৮৫ রানে ভর করে সহজেই ২৭ বল আগেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ নাঈম ৩১ বলে ৩৬ রান করেন। এদিকে সৌম্য সরকার ২০ বলে ২ ও ১ ছয়ে করেন ৩০। মাহমুদউল্লাহর ব্যাট থেকে ২১ বলে ৪ চারে ৩০ রান। এরআগে লিটন দাস ২১ বলে ৪ চারে ২৯ রান করেন।
ভারতের হয়ে যুজবেন্দ্র চেহেলের নেন ২টি উইকেট। এছাড়া ওয়াশিং সুন্দর, চাহার ও খলিল আহমেদ নেন ১টি করে উইকেট।
রাজকোটে বৃহস্পতিবার বাংলাদেশের দুই ওপেনার লিটন ও নাঈম দারুণ সূচনা এনে দেন। পাওয়ার প্লেতে তারা দলীয় স্কোর বোর্ডে তোলেন ৫৪ রান। কিন্তু দ্রুত সময়ের মধ্যে লিটন ও নাঈম ফিরে গেলে রান তোলার গতি কমে যায়। এদিন বেশিক্ষণ টেকেননি মুশফিকও। তবে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝড় তোলার আভাস দিয়েছিলেন। যে কারণে বাংলাদেশ দেখেছিল ১৭০ রানের বেশি স্কোর। কিন্তু শেষ দিকে ভারতীয় স্পিনারদের দাপটে পথ হারিয়ে বসে সফরকারীরা। যে কারণে ১৫৩ রানে থামে টিম টাইগার্স।
পরে বল হাতে শুরু থেকেই খেঁই হারাতে থাকে বাংলাদেশ। সে সুযোগে রোহিত শর্মা ও শেখর ধাওয়ান ১০.৫ ওভারেই তুলে ফেলেন ১১৮ রান। এরমেধ্যে রোহিত ২৩ বলে ৬ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
হাফসেঞ্চুরির পরও রোহিত ঝড় চলছিল। তবে অন্য প্রান্তে কিছুটা ধীরে চলা ধাওয়াকে ফিরিয়ে দেন আমিনুল ইসলাম বিপ্লব বোল্ড করে। তার আগে ধাওয়ানের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪টি চারে ৩১ রান।
ধাওয়ানের বিদায়ের পর রোহিতও ফেরেন দ্রুতই। এবারও টাইগারদের উইকেট এনে দেন সেই বিপ্লব। তার আগে অবশ্য জয়ের খুব কাছে পৌঁয়ে যায় ভারত। যে কারণে শেষ পর্যন্ত বড় হারই মানতে হয়েছে টাইগারদের।
১৩ বলে ৩ চার ও ১ ছয়ে শ্রেয়াস আয়ার অপরাজিত ছিলেন ২৪ রানে। এদিকে ১১ বলে ৮ রান করেন লোকেশ রাহুল।
৪ ওভারে ২৯ রানে আমিনুল নেন ২টি উইকেট। মোস্তাফিজ ছিলেন খরুচে। ৩,৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৩৫ রান। থাকেন উইকেট শুন্য। এদিকে মোসাদ্দেক দেন এক ওভারে ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ২৯, নাঈম ৩৬, সৌম্য ৩০, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩০, আফিফ ৬, মোসাদ্দেক ৭*, আমিনুল ৫*; চাহার ৪-০-২৫-১, খলিল ৪-০-৪৪-১, সুন্দর ৪-০-২৫-১, চেহেল ৪-০-২৮-২, দুবে ২-০-১২-০, ক্রুনাল ২-০-১৭-০)
ভারত: ১৫.৪ ওভারে ১৫৪/২ ( রোহিত ৮৫, ধাওয়ান ৩১, রাহুল ৮*, শ্রেয়াস ২৪*; মোস্তাফিজ ৩.৪-০-৩৫-০, শফিউল ২-০-২৩-০, আল আমিন ৪-০-৩২-০, আমিনুল ৪-০-২৯-২, আফিফ ১-০-১৩-০, মোসাদ্দেক ১-০-২১-০)।
Discussion about this post