ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হ্যামস্ট্রিংয়ের চোট মুক্ত হলেও প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তিন ফরম্যাটের একটিতেও রোহিত শর্মাকে দলে রাখেনি ভারতীয় নির্বাচকরা। এ নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা-সমালোচনা হওয়ার পর তাকে দলে অর্ন্তভূক্ত করেন তারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টের একাদশেও ফিরেছেন এ ডানহাতি। বুধবার এমনটাই জানিয়েছে বিসিসিআই।
রহিত ফেরায় সিডনি টেস্টে বেশ স্বস্তিতে থাকবে ভারত এমনটাই মত ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের। কেননা লক্ষণ অনুভব করেন, এই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটিং প্রতিভা অস্ট্রেলিয়ার মাটিতে উপযুক্ত। এমনকি ইনজুরি থেকে সেরে ওঠে প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করারও সম্ভবনা রয়েছে রোহিতের। এ ব্যাপারে লক্ষণ বলেছেন, ‘অবশ্যই কোনও ব্যাটসম্যানকে জায়গা ছেড়ে দিতে হবে। সম্ভবত মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় রোহিত শর্মা ফিরবেন। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে তাঁর দুর্দান্ত রেকর্ড রয়েছে। আমি মনে করি রোহিতকে ফিরে পেয়ে ভারতীয় ক্রিকেট দল খুবই স্বস্তিতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘রোহিত নিজেই তার প্রতিভা প্রদর্শন করতে চাইবে কেননা আমি সবসময়ই অনুভব করি যে তাঁর ব্যাটিং প্রতিভা অস্ট্রেলিয়ার উইকেটের জন্য খুবই উপযুক্ত। সুতরাং, যদি সে নতুন বলটি ঠিকমত দেখতে পায় তবে আমি নিশ্চিত যে সেঞ্চুরি করার যথেষ্ট সম্ভবনা রয়েছে তার।’
রোহিত ফেরায় ভারতীয় ড্রেসিং রুমে অভিজ্ঞতার সঞ্চার হবে বলে মনে করেন লক্ষণ। কেননা তৃতীয় টেস্টে জিতলে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। সেক্ষেত্রে ৩-১ এ সিরিজ জয়েরও সুযোগ থাকবে সফরকারীদের, ‘বিশেষ করে যখন বিরাট দলে নেই, আপনি ভারতীয় ড্রেসিংরুমে আরও অভিজ্ঞ কাউকে চাইবেন। কারণ সিডনিতে আমাদের সিরিজ ২-১ নিয়ে যাওয়ার উপযুক্ত সুযোগ এবং তারপর সম্ভবত ৩-১ এ সিরিজ জয়েরও সুযোগ থাকবে।’
সিডনি টেস্টে ভারত একাদশ:
অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, সামবিন গিল,চেতেশ্বর পূজারা, হুনোমান বিহারি, ঋশব পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ ও নভদ্বীপ সাইনি।
Discussion about this post