ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে শুরু করেছেন। তবে কোয়ারেন্টাইনে থাকায় এখনও সতীর্থদের সঙ্গী হতে পারেননি তামিম ইকবাল। তবে এ ক্রিকেটার নিশ্চিত করেছেন, আগামী রোববার থেকে শুরু করবেন অনুশীলন।
করোনা বিরতি কাটিয়ে এরইমধ্যে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠে একক অনুশীলনে নেমেছেন। প্রতিদিনই নিয়ম করে তারা মিরপুরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
গেল ২৫ জুলাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তামিম। চিকিৎসা শেষ করে চলতি মাসের ১ তারিখ দেশে ফেরেন জাতীয় দলের ওয়ানডে দলপতি। এরপর সেদিন থেকেই বাসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। যা শেষ হবে শনিবার। আর তাই রোববার থেকে এ বাঁহাতি শুরু করবেন অনুশীলন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমার কোয়ারেন্টাইন ১৫ আগস্ট শেষ হবে। আশা করছি ১৬ আগস্ট থেকে প্রশিক্ষণে যোগ দিতে পারবো।’
এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হয়েছে। সেই সঙ্গে সেপ্টেম্বরে শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ তারিখে দেশ ছারবে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য অনুশীলনে নামতে তর সইছে না তামিম ইকবালের।
Discussion about this post