স্বপ্নপূরণের আনন্দ ছুঁয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলকে। এ যেন সাকিব আল হাসানদের ঈদ উপহার! রোমাঞ্চ ছড়িয়ে ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা। জিততে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ২৬৫ রান। কিন্তু সফরকারীরা সাকিবের ঘূর্ণি যাদুর সামনে ২৪৪ রানে অলআউট। সাকিব নিয়েছেন ৫ উইকেট। আর বাংলাদেশ মেতে উঠল টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারানোর আনন্দে!
আসলে এই জয়ের নায়ক একজনই-সাকিব। তার হাত ধরেই লেখা হল নতুন এক ইতিহাস। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে প্রথম ইনিংসে করেন ৮৪ রান। এরপর দুই ইনিংসে বল হাতে দুইবারই ৫টি করে উইকেট! নিজের ৫০তম টেস্ট এমন ভাবে রাঙিয়ে তোলা যাবে ভেবেছিলেন কি তিনি?
তবে তামিম ইকবালের অবদানটাও ভুললে চলবে না। তিনিও সাকিবের মতো ক্যারিয়ারের পঞ্চমতম ম্যাচ খেলতে নেমেছিলেন। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৭১ ও ৭৮ রান।
বুধবার টেস্টের চতুর্থ দিনে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫৬ রান। আর বাংলাদেশের ৮ উইকেট। সকালে বেশ ভালই খেলছিলেন দুই অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ওয়ার্নার। এরমধ্যে ওয়ার্নারের ব্যাটে দুর্দান্ত এক শতরান চিন্তায় ফেলে টাইড়ার ভক্তদের! কিন্তু সাকিবের দিনে পাত্তা মিলল না। সঙ্গে মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও দেখালেন ঘুর্ণি যাদু!
১৩৫ বলে ১১২ রান করে আউট ওয়ার্নার। ভাঙ্গে স্মিথের সঙ্গে ১৩০ রানের জুটি। আর স্মিথ ফিরেন ৩৭ রানে। তারপর শুধু অপেক্ষা। লাঞ্চের পরই অজি ইনিংসের লেজটাও ছেটে ফেলেন টাইগার বোলাররা! লেখা হয় নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে টেস্টে জয়!
ঈদ উপহার শেষে সাকিবরা ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬০/১০ ও ২য় ইনিংস: ২২১/১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১৭/১০ ও ২য় ইনিংস: ৭০.৫ ওভারে ২৪৪/১০ (ওয়ার্নার ১১২, রেনশ ৫, খাজা ১, স্মিথ ৩৭, হ্যান্ডসকম ১৫, ম্যাক্সওয়েল ১৪, ওয়েড ৪, অ্যাগার ২, কামিন্স ৩৩*, লায়ন ১২, হেজেলউড ০; মিরাজ ২/৮০, নাসির ০/২, সাকিব ৫/৮৫, তাইজুল ৩/৬০, মুস্তাফিজ ০/৮)
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post