এইতো কিছুদিন আগে লড়াইটা একপেশে করে দিয়ে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন তিনি। এবার ফিফার বর্ষসেরাতেও বাজিমাত ক্রিশ্চিয়ানো রোনালদোর। চতুর্থবারের মতো বিশ্বের সেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ মহাতারকা।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তার নাম ঘোষণা করেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইউরোপের বর্ষসেরার মতো এখানেও লড়াইয়ে তার সঙ্গে ছিলেন- বার্সেলোনার অার্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফুটবলার অঁতোয়ান গ্রিজমান। দুজনকে পিছনে ফেলে সেরার ট্রফি উঠে ৩১ বছর বয়সী এই ফুটবলারের হাতে।
এমন সাফল্যে দারুণ খুশি রোনালদো। বলেন, ‘২০১৬ সাল আমার ক্যারিয়ারের সেরা বছর। জাতীয় দল ও ক্লাবের হয়ে যা পেয়েছি কখনোই ভুলতে পারবো না।’
এ বছর রিয়াল মাদ্রিদ তার হাত ধরে জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আবার রোনালদো ম্যাজিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ পেয়েছে পর্তুগাল। তিনি এ সময়ে রিয়ালের হয়ে ৪২ গোল ও দেশের হয়ে ১৩ গোল করেন।
Discussion about this post