চমক দিয়ে অধিনায়কত্বের শুরুটা করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়া হল না। তারপরও একটা রেকর্ড ঠিকই ছোঁয়া হয়ে গেল। ১১১ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে শুরু করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। লড়াই করেই ২০ রানে হারা সেই ম্যাচে বৃহস্পতিবার রাতে বল হাতে নতুন এক রেকর্ড গড়েন অধিনায়ক সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরুতেই দুই প্রান্ত থেকে শুরু করেন স্পিন আক্রমণ। যার পথ ধরে ভাঙ্গে একশ এগার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে গড়া ইংল্যান্ডের রেকর্ড।
১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলতে নামলে লেগ স্পিনার রেজি শোয়ার্জ ও অপ স্পিনার অব্রে ফকনার দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন। অবশ্য সেই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে জিতে প্রোটিয়ারা।
ইতিহাস জানাচ্ছে- টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দুই প্রান্ত থেকে স্পিন বোলিং দিয়ে শুরু করা অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে টাইগারদের। তবে এমন চ্যালেঞ্জ উপমহাদেশেই নিতে দেখা গেছে। ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে এবার করলেন সাকিব! ম্যাচে সাকিব ৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। মেহেদী ৪ ওভারে ৩১ রানে তুলে নেন ২ উইকেট। সফলই বলতে হবে তাদের।
Discussion about this post