ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলির রেকর্ড ভাগ বসিয়েছেন চট্টগ্রাম টেস্টে। এবার ভারতীয় সেই তারকা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। কম ইনিংসে চলতি বছর ৪ সেঞ্চুরি করে বিরাট কোহলির পাশে আছেন মুমিনুল। ঢাকায় শুক্রবার শুরু হতে যাওয়া টেস্টে একটি শতরান করতে পারলেই পেছনে ফলবেন ভারত অধিনায়কে। এনিয়ে অবশ্য ভাবছেন না মুমিনুল।
মিরপুরের শেরেবাংলায় বুধবার তিনি বলেন, আমি রেকর্ডের জন্য খেলি। দলের জন্য ভাল কিছু করার আমার লক্ষ্য। ২০১৮ সালে একটি টেস্ট খেলার সুযোগ পাবেন মুমিনুল। অন্যদিকে কোহলি খেলবেন তিনটি টেস্ট! যে কারণে এ বছর মুমিনুলের কম ম্যাচে ৪ সেঞ্চুরির রেকর্ডটা না থাকার সম্ভাবনায় বেশি। বুধবার এ প্রশ্নটি এ বাঁহাতির কাছে যেতেই স্ট্রেইট ব্যাটেই ব্যাট চালালেন তিনি। মুমিনুল বলেন ‘ওইভাবে চিন্তা করছি না। আমি রেকর্ডের জন্য খেলছি না। সবসময় চেষ্টা করি দলের জন্য যতখানি সম্ভব দিতে। বছরের শেষে এসে সেঞ্চুরি দিয়ে শেষ করবো, এভাবে ভেবে মাঠে নেমে পারফর্ম করা খুব কঠিন।’ তবে বছরের শেষ টেস্ট বলে ভালো কিছু উপহার দেওয়ার কথা জানালেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘বছরের শেষ ম্যাচ হওয়ায় অবদান রাখার চেষ্টা করবো।’
এ বছরের শুরুতে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে শুরু করেছিলেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তিনি করেন ১৬১ রান। বেশ কয়েকবার দেড়শ রানের ইনিংস খেললেও দুইশো পেরুতে পারেননি। বছরের শেষ টেস্টে এই আক্ষেপ দূর করা কি সম্ভব হবে মুমিনুলের জন্য? মুমিনুল বলেন, ‘১৫০ করছি, ২০০ কেন করতে পারছি না? এভাবে চিন্তা করলে উল্টো নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিজের কাজটা ঠিকভাবে করতে পারলে এমনিতেই এক সময় ডাবল সেঞ্চুরি হয়ে যাবে। যেসব জায়গাতে সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করে পরের ম্যাচে মাঠে নামবো।’
সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন তিনি। জানালেন, ‘এভাবে চিন্তা ভাবনা করিনি কোনো সময়। জাতীয় দলে খেলতে আসলে চাপ নিয়েই খেলতে হবে। চাপ থাকলেই ভালো ক্রিকেট খেলা যায়। এর বাইরে আমি যখন যে ফরম্যাটেই খেলছি, চেষ্টা করছি নিজের সেরাটা দিতে। সবচেয়ে বড় কথা সব কিছুর জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখছি।’
শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট নিয়ে মুমিনুল বলছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজটা শেষ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টও শেষ। এখন আমাদের দ্বিতীয় টেস্টটা নতুন করে শুরু করতে হবে। আমরা জেতার জন্যই নামবো। যেসব জায়গায় আমাদের ঘাটতি ছিল, উন্নতি করার চেষ্টা করবো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গায়। ওইভাবেই দেখছি, সামনে যেটা আছে সেটা নিয়ে চিন্তা করছি।’
Discussion about this post