ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। সবাইকে ছাড়িয়ে এখন এই স্পিনার গড়লেন অনন্য এক রেকর্ড। অবশ্য চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন থেকেই প্রতীক্ষায় ছিলেন তিনি। বন্দরনগরীতে না হলেও মিরপুরের শেরেবাংলায় ঠিকই প্রত্যাশার সঙ্গে প্রপ্তির দেখা হলো।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে শনিবার শেষ সেশনে মেহেদী হাসান মিরাজ গড়লেন রেকর্ড। এই অফ স্পিনার তুলে নেন টেস্টে ১০০ উইকেটে। বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি বোলারের নাম এখন মেহেদী হাসান মিরাজ। সতীর্থ স্পিনার তাইজুল ইসলামকে পেছনে ফেললেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯০টি। চট্টগ্রামে দুই ইনিংসে তুলে নেন চারটি করে উইকেট। মিরপুরে উইকেটশূন্য প্রথম দিন। এরপর দ্বিতীয় দিন সকালে এনক্রুমা বনারকে ফিরিয়ে ৯৯ এ পা রাখেন। শনিবার তৃতীয় দিনে শেন মোজলিকে ফিরিয়ে পা রাখেন রেকর্ডে। তার নামের পাশে এখন ১০০ উইকেট।
মাত্র ২৪ টেস্ট খেলে মিরাজ পূর্ণ করলেন উইকেটের সেঞ্চুরি। তাইজুলের লাগে ২৫ টেস্ট। তাইজুলের আগে রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ২৮ টেস্টে উইকেটের সেঞ্চুরি করেন তিনি।
বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট নেওয়ার প্রথম রেকর্ড মোহাম্মদ রফিকের। বাংলাদেশের স্পিন কিংবদন্তি টেস্ট ক্যারিয়ার শেষ করেন ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকার করে। বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট শিকারি সব মিলিয়ে চারজন।
অবশ্য আন্তর্জাতিক বিচারে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ডের কাছেও নেই বাংলাদেশের কোনো বোলার। ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড জর্জ লোম্যানের। ১৮৯৬ সালে এ রেকর্ড গড়েন এই ইংলিশ পেসার। শত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাকে টপকাতে পারেনি কেউ।
Mehidy Hasan becomes only the fourth Bangladesh bowler to 100 Test wickets 💪
He has achieved the feat in only his 24th match!#BANvWI pic.twitter.com/t7t9jtlhCi
— ICC (@ICC) February 13, 2021
Discussion about this post