এ যেন স্বপ্নের মতো এক ব্যাপার। যে ব্যাটসম্যানটি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩০ রান করতে পারেননি, তিনিই কীনা টেস্টে পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরি। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বিরুদ্ধ কন্ডিশনে মাথা উচু করে লড়লেন। ২৭৬ বলে ২১৭ রান করে থামলেন সাকিব আল হাসান। এটিই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড! আর দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১ম ইনিংসে ৭ উইকেট হারিয়ে করেছে ৫৪২ রান।
শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টেস্টের দ্বিতীয় দিনে ২১৭ করে সাকিব টপকে গেলেন তামিম ইকবালকে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০৬ রান করেন এই ওপেনার। এখন রেকর্ড তারই প্রিয় বন্ধু সাকিবের।
৫ রান নিয়ে দিন শুরু করা সাকিব একবার প্রান পেয়ে পেছন ফিরে তাকান নি!। ১৫০ বলে করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতরান। সঙ্গে শতরান পেয়েছেন মুশফিকুর রহিমও। দুজন মিলেন গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় জুটির রেকর্ড।
১৯১ বলে ছুয়েঁছেন ১৫০ রানের মাইলফলক পেরিয়ে যান সাকিব। মুশফিক ১৫৯ রানে ফিরে গেলে ভাঙ্গে সেই রেকর্ড গড়া জুটি। দু’জন মিলেন করেন ৩৫৯ রান। এটিই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি!
সাকিব এদিন টেস্টে ৩ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যান। আর স্মরনীয় করে রাখলেন ডাবল সেঞ্চুরিতে। সাকিব ও তামিম এর আগে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন।
Discussion about this post