ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্টের প্রথম দিন শেষেই আঁচ করা যাচ্ছিল অনায়াস জয় পাবে ভারত। কিন্তু স্বাগতিকরা যে রীতিমতো রেকর্ড গড়ে জিতবে কে জানতো? ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলে-খেলায় মেতেছে ভারত। তারই পথ ধরে টেস্টের তৃতীয় দিনে এসেই দল তুলে নিয়েছে অনায়াস জয়।
নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ড গড়ল বিরাট কোহলির দল। সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ২৭২ রানের ব্যবধানে হারিয়েঠে টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর দলটি। টেস্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয় তাদের। এ বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ২৬২ রানের জিতে যে রেকর্ড গড়েছিল চট জলদিই ভেঙে ফেলল তারা
রাজকোটে ব্যাট-বল দুটোতেই সুপার ফ্লপ উইন্ডিজ। ম্যাচে ১ম ইনিংসে ভারত গড়ে ৬৪৯ রানের বড় স্কোর। তাতেই চাপা পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমেও একই অবস্থা। এবার তুলে মাত্র ১৯৬ রানে।
শনিবার ১ম ইনিংসে ৬ উইকেটে ৯৪ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই অপরাজিত ব্যাটসম্যান রোস্টন চেইস ও কিমো পল কিছুটা চেস্টা করেছিলেন। সপ্তম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। তারপর শুধুই ব্যর্থতার মিছিল।
টেস্টে ১ম ইনিংসে সেঞ্চুরির করেন ভারতের পৃথ্বী শ, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। বল হাতে ৫ উইকেট নেন কুলদীপ। ৪টি শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ম্যাচসেরা অভিষেকেই শতরান হাঁকানো ১৮ বছর বয়সী পৃথ্বী শ।
এগিয়ে থেকে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু করবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬৪৯/৯ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৮১ (আগের দিন ৯৪/৬)(চেইস ৫৩, পল ৪৭, বিশু ১৭*, লুইস ০, গ্যাব্রিয়েল ১; শামি ২/২২, উমেশ ১/২০, অশ্বিন ৪/৩৭, জাদেজা ১/২২, কুলদীপ ১/৬২) ও ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫০.৫ ওভারে ১৯৬ (ব্র্যাথওয়েট ১০, পাওয়েল ৮৩, হোপ ১৭, হেটমায়ার ১১, চেইস ২০, ডাওরিচ ১৬*, পল ১৫, বিশু ৯, লুইস ৪, গ্যাব্রিয়েল ৪; শামি ০/১১, অশ্বিন ২/৭১, উমেশ ০/১৬, কুলদীপ ৫/৫৭, জাদেজা ৩/৩৫)।
ফল: ভারত ইনিংস ও ২৭২ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: পৃথ্বী শ
Discussion about this post