জয়ের মঞ্চটা তৈরি ছিল আগের দিনই। তাই বলে টেস্টের চতুর্থ দিনে এসে এভাবে অসহায় আত্মসমর্পন করবে নিউজিল্যান্ড কল্পনাও করা যায়নি? সকালের আমেজ শেষ হতেই যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ল সফরকারীদের ব্যাটিং লাইন আপ। চতুর্থ দিনে ৪৫ মিনিটেই মুম্বাই টেস্ট জিতে নিল ভারত। রেকর্ড গড়া এক জয়।
নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতল বিরাট কোহলির দল। প্রথম টেস্ট ড্রয়ের পর এবার হাসিমুখ তাদের। ইনিংস ব্যবধানের হার ছাড়া রানের হিসাবে এটিই নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে হার। আর ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয় এটিই।
মনটা নিশ্চয়ই সবচেয়ে খারাপ কিউই স্পিনার এজাজ প্যাটেলের। মুম্বাই টেস্টে হার দেখতে হলো তাকে। অথচ এখানেই ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় উঠেছেন এজাজ। ব্যক্তিগত অর্জনেও হাসিমুখ নেই তার।
এমনিতে জিততে সোমবার চতুর্থ দিনে ভারতের দরকার ছিল ৫ উইকেট। আর সেটি ১১.৩ ওভারেই করে ফেলে তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র এদিন আর পারলেন না। অন্যরাও আসা-যাওয়াতেই থাকলেন ব্যস্ত।রবিচন্দ্রন অশ্বিনের ম্যাজিকে ৫ রানের মধ্যে নিউজিল্যান্ড হারায় তাদের শেষ ৫ উইকেট।
অফ স্পিনার জয়ন্ত ৪৯ রানে তুলে নেন ৪ উইকেট। ইনিংসে ৪ আর ম্যাচে ৮ উইকেট নেন অশ্বিন। টেস্টে ১৫০ ও ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা মায়াঙ্ক আগারওয়াল। সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা অশ্বিন।
নিউজিল্যান্ডের এবার প্রতিপক্ষ বাংলাদেশ। ১ জানুয়ারি দেশের মাঠে তারা লড়বে বাংলাদেশের সঙ্গে। সিরিজের দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি শুরু।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৩২৫/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬২
ভারত ২য় ইনিংস: ২৭৬/৭ (ডি.)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৫৬.৩ ওভারে ১৬৭/১০ (নিকোলস ৪৪, রবীন্দ্র ১৮, সমারভিল ১; অশ্বিন ২২.৩-৯-৩৪-৪, অক্ষর ১০-২-৪২-১, জয়ন্ত ১৪-৪-৪৯-৪)।
ফল: ভারত ৩৭২ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে জয়ী।
ম্যাচসেরা: মায়াঙ্ক আগারওয়াল।
সিরিজসেরা: রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post