এ যেন নিয়মিত দৃশ্য। ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে খেলা মানেই শেষ বিকেলে আলোর স্বল্পতা। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রোববার সেই একই অবস্থা। খেলা চালিয়ে যাওয়ার মতো আলো নেই। কিছুক্ষণ অপেক্ষা করলেন আম্পায়ার। এরপরই দিনের খেলার ইতি টানেন। তবে হাসিমুখে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। কেননা, ড্রাইভিং সিটে যে শ্রীলঙ্কা।
বাংলাদেশ ইনিংসের ৪৮ ওভার শেষে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত ৪ রানে। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭৭। টাইগাররা এখনো পিছিয়ে ২৬০ রানে। টেস্টে জিততে শ্রীলঙ্কার চাই ৫ উইকেট।
প্রথম ইনিংসে ২৪২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেটাই শেষ অব্দি বড় হয়ে উঠছে। জয়ের লক্ষ্য ৪৩৭ রানের লক্ষ্য সামনে। মানে জিততে হলে গড়তে হবে রেকর্ড। ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ দল অলআউট ২৫১ রানে। নিয়ম মোতাবেক বাংলাদেশ ফলোঅনে পড়লেও, তা করাননি শ্রীলঙ্কান অধিনায়ক। ২৪২ রানের বড় লিড নিয়ে নিজেরাই নামেন ব্যাটিংয়ে।
৪৩৭ রান তারা করে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এর আগে কোনো দল এত রান তাড়া করে জেতেনি। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। আর এই ক্যান্ডির পাল্লেকেলেতে ৩৭৭ রান তাড়া জেতার রেকর্ড রয়েছে পাকিস্তানের। বাংলাদেশের মাত্র ২১৫ রান টপকে জেতার রেকর্ড আছে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে চলতি সিরিজে চতুর্থবারের মতো প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকালেন তামিম ইকবাল। মনে হচ্ছিল সেই ছন্দেরই দেখা মিলবে। আগের তিন ইনিংসে হাফসেঞ্চুরি পেলেও এবার হলো না। ২৪ রান করে আউট তামিম। এরপর সাইফ হাসান ও নাজমুল শান্ত মিলে গড়েন ৪২ রানের জুটি। ৫ চার ও ১ ছয়ের ৩৪ রান করে ফেরেন সাইফ।
তারপরই মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে দলীয় শতরান পার করান নাজমুল শান্ত। কিন্তু ২৬ রান তুলে ফেরেন আগের দুই নিংসে ডাক পাওয়া শান্ত। মুমিনুল ৪৮ বলে ৩২ রান করে অফ স্পিনার রমেশ মেন্ডিসের বলে বোল্ড। ৬৩ বলে ৪০ রান করে আউট মুশফিক। এরপরই দলের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
টেস্টের পঞ্চম দিনে হারের শঙ্কা নিয়ে নামবে বাংলাদেশ দল। আগের টেস্টে ড্রয়ের পর ফের পথ হারিয়েছেন মুমিনুল হকরা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.) (আগের দিন ৪৬৯/৬) (ডিকভেলা ৭৭*, মেন্ডিস ৩৩, আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, মিরাজ ৩৬-৭-১১৮-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৫১ (তামিম ৯২, সাইফ ২৫, শান্ত ০, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, লিটন ৮, মিরাজ ১৬, তাইজুল ৯, তাসকিন ০, শরিফুল ০, আবু জায়েদ ০*; লাকমল ১০-০-৩০-২, বিশ্ব ৭-১-১৯-০, ম্যাথিউস ২-০-৭-০, মেন্ডিস ৩১-৭-৮৬-২, জয়াবিক্রমা ৩২-৭-৯২-৬, ধনাঞ্জয়া ১ -০-৬-০)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন ১৭/২) ৪২.২ ওভারে ১৯৪/৯ (ডি.) (করুনারত্নে ৬৬, ম্যাথিউস ১২, ধনাঞ্জয়া ৪১, নিসানকা ২৪, ডিকভেলা ২৪, মেন্ডিস ৮, লাকমল ১২, জয়াবিক্রমা ৩*; মিরাজ ১৪-৩-৬৬-২, শরিফুল ১-০-৮-০, তাইজুল ১৯.২-২-৭২-৫, তাসকিন ৪-০-২৬-১, সাইফ ৪-০-২২-১)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৭৭/৫ (মেহেদি ৪*, লিটন ১৪*)।
#চতুর্থ দিন শেষে
Discussion about this post