সময় যেন এখন স্টিভেন স্মিথের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যোগ্যতার পরিধিটা দেখিয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। সেই ধারাবাহিকতা থাকল ত্রিদেশীয় ক্রিকেট সিরিজেও। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার হোবার্টে গড়লেন অনন্য এক রেকর্ড। টেস্টের পর ওয়ানডে ক্রিকেটেও অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন এ ব্যাটসম্যান।
এর আগে অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডের অভিষেকেই শতরান কোন ক্রিকেটারই করতে পারেন নি।
আর সেই ম্যাচে স্মিথের (১০২) নৈপুন্যে রানের ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এই সিরিজে নিজেদের ৩ ম্যাচের তিনটিতেই জিতল অজিরা। ইংল্যান্ড তিন ম্যাচে হেরেছে দুটিতে। ভারত দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতেই।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৮ (মইন ৪৬, বেল ১৪১, রুট ৬৯; সান্ধু ২/৪৯)।
অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ৩০৪/৭ (ফিঞ্চ ৩২, মার্শ ৪৫, স্মিথ ১০২*, ম্যাক্সওয়েল ৩৭, ফকনার ৩৫, হ্যাডিন ৪২; মইন ২/৫০, ওকস ২/৫৮, ফিন ২/৬৫)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
Discussion about this post