সময়ের সেরা ক্রিকেটার তিনি। বল হাতে প্রায় প্রতি ম্যাচেই ম্যাজিক দেখাচ্ছেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চমক দেখানো এই বোলার রোববার বাংলাদেশের বিপক্ষেও বল হাতে আগের মতোই উজ্জ্বল! আফগানিস্তানের এই লেগ স্পিনার টি-টুয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট তুলে নিয়েছেন। ১৯ বছর বয়সেই উঠে গেলেন অনন্য উচ্চতায়। মাত্র ২ বছর ২২০ দিনে এই অর্জন। সময়ের হিসাবে দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন রশিদ খান। ম্যাচ বিবেচনায় দ্বিতীয় দ্রুততম।
বল হাতে রোববার নিজের প্রথম ওভারের প্রথম বলেই মুশফিকুর রহীমকে ফেরান রশিদ খান। এরই পথ ধরে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টাইগারদের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন রশিদ খান। এভাবেই দেরাদুনের ম্যাচে ৪৫ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে আফগানরা।
রশিদের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ হিসাবে ৩১ ম্যাচে মাইলফলকে পা রাখলেন রশিদ খান। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলকে পা রাখেন।
এর আগে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মালিক রেকর্ড গড়েছিলেন রশিদ খান।
Discussion about this post