সাফল্যের আকাশে যেন উড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে আরও একটি জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এবারও রেকর্ড গড়া জয়! তার পথ ধরেই এক ম্যাচ আগেই সিরিগ জিতে নিল নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শনিবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই। এদিন আয়ারল্যান্ডের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল আগে তুলে নেয় বাংলাদেশ দল
বাংলাদেশকে এদিন ব্যাট হাতে পথ দেখান ৮৯ বলে ৫০ করেন ফারজানা হক, শারমিন সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩। জ্যোতি ৩৯ বলে ৪০ রান। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
এটিই মিরপুরে নারী ওয়ানডেতে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করা জয়। সাবলীল ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।
এটিই ঘরের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জয় তুলেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
এই দুই জয়ে উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট তুলে নিল বাংলাদেশ দল।
সোমবার সিরিজের শেষ ম্যাচে এই মিরপুরেই মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যন্ড: ৫০ ওভারে ১৯৩/৬ (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*, কেলি ১*; মারুফা ৭-১-৩৮-০, সুলতানা ১০-১-৩২-২, নাহিদা ১০-১-৩২-১, রাবেয়া ১০-০-৪২-০, ফাহিমা ৭-০-২৭-০, সোবহানা ২-০-৯-০, স্বর্ণা ৪-০-৬-১)
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-১০-১, ক্যানিং ৭-০-২২-১, কেলি ৯-০-৩৪-১, সারজেন্ট ৯-০-৪৪-০, ম্যাগুয়েইর ৮-০-৪৩-০, ডেলানি ৬.৫-০-৪৩-২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নিগার সুলতানা জ্যোতি
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ
Discussion about this post