বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দারুণ এক আনন্দঘন সপ্তাহ পার করছে। ইনিংস ব্যবধানে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২১৭ রানের জয় তাদের মাঠের আধিপত্যকে আরও স্পষ্ট করেছে। ব্যাট ও বল, দুই বিভাগেই বাংলাদেশ দল সমানভাবে উজ্জ্বল থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম। দুজনই গড়েছেন গুরুত্বপূর্ণ মাইলফলক এবং সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে পেয়েছেন উল্লেখযোগ্য অগ্রগতি।
বুধবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী টেস্টে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান এখন মুশফিক। ক্যারিয়ারের শততম টেস্টকে স্মরণীয় করে তুলতে তিনি প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত পঞ্চাশের কাছাকাছি ইনিংস। তার এই ধারাবাহিকতা তাকে সাত ধাপ এগিয়ে ব্যাটিং তালিকার ৩০তম স্থানে নিয়ে গেছে। একই ম্যাচে লিটন দাস খেলেছেন ১২৮ রানের ঝলমলে সেঞ্চুরি। তার প্রতিদান হিসেবে র্যাঙ্কিংয়ে তিনি আট ধাপ লাফিয়ে উঠে এখন ৩৭তম। দুই ইনিংসে ৬৩ ও ৮৭–রানের দৃঢ় ব্যাটিংয়ে মুমিনুল হকও পিছিয়ে থাকেননি, তিনিও আট ধাপ উন্নতি করে পৌঁছেছেন ৪৬ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আগের মতোই রয়েছেন ইংল্যান্ডের জো রুট।
বোলিং বিভাগে তাইজুল ইসলামের উত্থান ছিল সবচেয়ে আলোচ্য বিষয়। মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করে তিনি শুধু ম্যাচ জয়ের ভিত্তিই তৈরি করেননি, বরং বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করে ফেলেছেন।
একই সঙ্গে স্পর্শ করেছেন এই সংস্করণে দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডের মাইলফলক। তার অসাধারণ পারফরম্যান্স তাকে বোলারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে তুলে এনেছে, যা বর্তমানে কোনো বাংলাদেশি বোলারের সেরা অবস্থান। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে চার উইকেটসহ ম্যাচে ছয় উইকেট পাওয়ায় তরুণ হাসান মুরাদ এক লাফে ৪০ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৫২তম স্থানে। খালেদ আহমেদও উন্নতি করেছেন পাঁচ ধাপ।
আইরিশ ব্যাটসম্যান লর্কান টাকার এবং কার্টিস ক্যাম্পারও উন্নতি পেয়েছেন তাদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। প্রথম ইনিংসে অপরাজিত ৭৫ রানের সুবাদে টাকার এগিয়েছেন সাত ধাপ এবং এখন অবস্থান ৪৯তম। অপরদিকে ক্যাম্পার এগিয়েছেন ১১ ধাপ।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে এখনও ভারতের রাভিন্দ্র জাদেজা। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন আছেন তিন নম্বরে।









Discussion about this post