ক্যারিয়ারে আরো একটা রেকর্ডের সামনে দাড়িয়ে তামিম ইকবাল। আর মাত্র ১৬ রান করলেই অনন্য রেকর্ড! ক্রীড়া সাংবাদিক রাজীব হাসান তার ফেসবুক পেজে শুক্রবার এনিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন। তার কিছু অংশ এখানে তুলে ধরা হল-”আর ১৬ রান করলেই তামিম ইকবাল এমন এক কীর্তি গড়বেন, যেটা ক্রিকেট ইতিহাসে কারো নেই!
একই দলের টেস্টের সর্বোচ্চ রানের মালিক (এখন ৩০১০, হাবিবুলের ৩০২৬), ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক (৪৪৩৭), টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টের সর্বোচ্চ ইনিংস (২০৬), ওয়ানডের সর্বোচ্চ ইনিংস (১৫৪)। একই দলের টেস্ট–ওয়ানডে দুই ধরনের ক্রিকেটে ব্যাটিংয়ের মূল তিনটি রেকর্ডই (রান–সেঞ্চুরি–সর্বোচ্চ ইনিংস) হয়ে যাবে তামিমের।
কীর্তির দিক দিয়ে তামিমের সবচেয়ে কাছাকাছি থাকবেন টেন্ডুলকার ও পন্টিং। দুজনই নিজ নিজ দলের টেস্ট–ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট–ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও। তবে দলের টেস্ট–ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি টেন্ডুলকার–পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি।”
Discussion about this post