দলের স্বত্বাধিকারি ও শীর্ষ ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ঠুকেছে বিসিবি। মাঠে ক্রিকেটাররা সঙ্গে থাকতে পারছেন না দলের কর্মকর্তারা। পুলিশ হানা দিচ্ছে বাড়িতে। অফিসে। এমন অবস্থায় ক্রিকেটে মনোযোগ রাখা কতটুকু সম্ভব?
অথচ কঠিন এই সংকটে পড়েও লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা মাঠের ক্রিকেটে ঠিকই লড়ে যাচ্ছে। লিগ শিরোপার পথ এখনো অনেক দুরে। কিন্তু কাল সুপার লিগে আবাহনী লিমিটেডকে হারিয়ে রূপগঞ্জ আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করল। লিগের প্রথম পর্বেও আবাহনীকে হারিয়েছিল রূপগঞ্জ।
বিকেএসপিতে গতকাল সুপার লিগের এই ম্যাচ কুয়াশার কারণে কমিয়ে আনা হয় ৪০ ওভারে। ওপেনার জহুরুল ইসলাম অমি ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে বড় স্কোরের পথে ছুটে চলে রূপগঞ্জ।
জুনায়েদ ৪২ রান করে ফিরে যান। কিন্তু অন্য ওপেনার জহুরুল ইসলাম আবাহনীর বোলিংকে মামুলি বানিয়ে ছাড়েন। ঝলমলো ৯৩ রান আসে এই ডানহাতির ব্যাট থেকে। রূপগঞ্জের ইনিংস গিয়ে থামে ২২১ রানে।
জবাব দিতে নেমে আবাহনী কোন সময় ম্যাচ জয়ের ধারে কাছে ছিল না। ৯২ রানে শুরুর পাঁচ উইকেট হারানোর পর আবাহনী সেই যে দিশে হারালও আর ম্যাচে ফিরতে পারল না। মিডলঅর্ডারে নাসির হোসেন ও জিয়াউর রহমান ব্যাট হাতে চমক দেখিয়ে বড়কিছু ঘটিয়ে দেবেন-এমন একটা শেষ ইচ্ছে নিয়ে টিকেছিল আবাহনী। কিন্তু সাকিবের বুদ্ধিমত্তা অধিনায়কত্বে এই দুজন বিদায় নিলে আবাহনীর হার হয়ে যায় তখন সময়ের ব্যাপার মাত্র।
শেষমেষ আবাহনীর খুঁিড়য়ে চলা গিয়ে থামে ১৪৫ রানে। ৭৬ রানের বড় জয় নিয়ে লিজেন্ডস অব রূগগঞ্জ চলতি লিগে আবাহনীর বিরুদ্ধে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল।
আম্পায়ারিং নিয়ে চলতি লিগে অনেক সমালোচনা হয়েছে। এই ম্যাচে আবাহনীর সমর্থকরাও আম্পায়ারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করল!
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২২১/৯ (৩৯.৫ ওভারে, জহুরুল ইসলাম ৯৩, জুনায়েদ ৪২, সাকিব ১৮, শুভাশীষ ৪/৪২, মুস্তাফিজুর ৩/৫১)।
আবাহনী: ১৪৫/৯ (৩৪.৪ ওভারে, রকিবুল ৪৫, জিয়াউর ৩৮, সাকিব ৩/২৫, রুবেল ৩/২৯)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭৬ রানে জয়ী। ম্যাচসেরা: জহুরুল ইসলাম।
এদিকে সুপার লিগের আরেক ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির ৬৩ রানে হারিয়েছে মোহামেডানকে।
আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
Discussion about this post