বৈরি পরিস্থিতির মধ্য দিয়েই বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা ২৮ রানে হারাল প্রাইম দোলেশ্বরকে। এই জয়ে সুপার লিগে উঠার পথটা প্রস্বস্ত হল গতবারের চ্যাম্পিয়নদের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩০.১ ওভারে ২১১ রান তুলে অলআউট হয়ে যায় তারা।
অবশ্য কুয়াশার কারনে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে করা হয়েছে ৩১ ওভার।
সাকিব আল হাসানের এ মৌসুমে প্রিমিয়ার লিগে আগেই অভিষেক হয়েছিল। বুধবার হল তামিম ইকবালের। ৪৮ বল খেলে তিনি করেন ৪৫। জুনায়েদ সিদ্দিকী ২১।
রান পেলেন আসহার জাইদি। ৪১ বল খেলে তিনি করেন ৪৭ রান। সাকিব ঝড়ো গতিতে ১৮ বল খেলে করেন ৩০। নাজমুল মিলন আরো আক্রমনাত্মক (১২ বলে ৩৫)।
দোলেশ্বরের ইলিয়াস সানি নিয়েছেন ৩ উইকেট।
এরপর জবাব দিতে নেমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৩০ ওভারে ১৮৩ রানে অলআউট।
মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সাকিব একাই শেষ করে দেন দোলোশ্বরকে। ৩ উইকেট শহীদের। দেওয়ান মিলন করেছেন ৫৩। মুশফিকুর রহীমের ব্যাটে ৩২।
ম্যাচসেরা অলরাউন্ডার সাকিব।
এনিয়ে এবারের লিগে ৬ষ্ট জয় পেল রূপগঞ্জ।
এদিকে লিগের দিনের অন্য ম্যাচে পারটেক্স স্পোর্টং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মোহামেডান। ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল।
Discussion about this post