ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের প্রথম ম্যাচে হেরে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের ৮৪ রানে হারিয়ে শুভসুচনা করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সাভারের বিকেএসপিতে রূপগঞ্জের সামনে ৩০৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বুধবার সকালে তিননম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। সৌম্য সরকার আর সৈকত আলী গড়ে তুলেন দারুণ এক জুটি। সৈকত ফিরে যান ৪২ রানে। সৌম্যর ব্যাটে ৮১। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৫২ রান।
দলের শ্রীরঙ্কান ক্রিকেটার থিলিনা কান্দাম্বি করেন ৭১ রান। তাইবুর ১৪ বলে ২৯। সব মিলিয়ে ৫০ ওভারে প্রাইম ব্যাংক ৭ উইকেট হারিয়ে করে ৩০৪ রান।
গতবারের চ্যাম্পিয়ন রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন শরিফউল্লাহ এবং আসহার জাইদি। সাকিব আল হাসান, মোশাররফ হোসেন রুবেল এবং ফয়সাল হোসেন নেন একটি করে উইকেট।
পরে জবাব দিতে নেমে রূপগঞ্জ অলআউট ৪৩ ওভারে ২২০ রানে। আবুল হাসান করেন ৭২ রান। ৪১ আসহার জাইদি। সাকিব ৩১।
এদিকে বুধবার সুপার লিগের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোহামেডান করেছে ২৪০ রান।
মিরপুরে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে কলাবাগান ক্রিকেট একাডেমি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৬২ রান। পরে মেহদি মারুফ (০১৬) এবং রনি তালুকদারের (১৩২) সেঞ্চুরিতে ৯ উইকেটের অনায়াস জয় তুলে নেয় দোলেশ্বর।
Discussion about this post