ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রাথমিক পর্বে ব্যাট হাতে চমক দেখালেন অশোক মেনারিয়ার। তিনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ভারতীয় অলরাউন্ডার। এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। তারপরই লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা আব্দুল মজিদ। ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছেন তিনি। দেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শীর্ষে। এরপরই নাঈম ইসলাম, আল আমিন জুনিয়র ও এনামুল হক।
মেনারিয়ার ৮১.৪২ গড়ে করেছেন ৫৭০ রান। সর্বোচ্চ অপরাজিত ১১৩। আর লিজেন্ডস অব রূপগঞ্জের মজিদ সামান্য একটু পেছনে আছেন। ৫৩.৬০ গড়ে করেছেন ৫৩৬ রান। তার সেরা ইনিংস ১১০। একইভাবে তালিকায় আছেন সুপার সিক্সে উঠা লিজেন্ডসদের আরেক তারকা নাঈম ইসলাম। রূপগঞ্জের অধিনায়ক নেতৃত্ব দেয়ার পাশাপাশি ৫৮.৭৭ গড়ে করেন ৫২৯ রান। সেরা অপরাজিত ১১৬।
কম যাননি আল আমিন জুনিয়র। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান ৪৫ গড়ে ৪৯৫ রান করেন। সেরা ১১০। আবাহনীর এনামুল হক ৪৯ গড়ে ৪৯০ রান করেছেন। সেরা ১১৬। চমক হিসেবেই থাকবে মোহাম্মদ আশরাফুলের নাম। পাতানো ম্যাচ কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ ছিলেন তিনি। ফিরে আসা এই ব্যাটসম্যান এবারের লিগে সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরি করেছেন। কলাবাগান ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান ৪৬ গড়ে করেন ৪৬০ রান।
Discussion about this post