সত্যিকার অর্থেই স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন তিনি। ব্যাট হাতে যা করতে চাইছেন, অনেকটা তাই হয়ে যাচ্ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দাপট দেখাচ্ছেন নাঈম ইসলাম। তার পথ ধরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এক প্রিমিয়ার লিগে হাজার রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে যেতে পারেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকা ক্রিকেটার।
দশম রাউন্ডে এসে সবাইকে ছাড়িয়ে গেলেন নাঈম। ১০ ম্যাচে তুলেছেন ৭৪৯ রান। ব্যাটিং গড় ৮৩.২২, স্ট্রাইক রেট ৭৮.৬৭। পেছনে ফেললেন এনামুল হক বিজয়কে। প্রাইম ব্যাংকের ওপেনার ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে, ৯৭.৯৮ স্ট্রাইক রেটে তুলেছেন ৭২৮ রান।
নাঈমের মতো এনামুলেরও এবারের লিগে ২টি করে সেঞ্চুরি আর ৫টি করে ফিফটি। এবার এই দুই ব্যাটসম্যানের সামনেই ইতিহাস হাতছানি দিচ্ছে। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর এক আসরে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড প্রাইম দোলেশ্বরের সাইফ হাসানের। ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচে করেছিলেন ৮১৪ রান। সাইফকে টপকে হাজার ক্লাবের সদস্যও বনে যেতে পারেন নাঈম কিংবা এনামুল।
রূপগঞ্জের এবারের সাফল্যের অন্যতম রূপকার নাঈম। এরইমধ্যে তার দল জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগের সুপার সিক্সে। এই তারকা বলছিলেন, ‘এবার চ্যাম্পিয়ন হতে চাই। সেই সুযোগটি আমাদের আছে। ব্যাটিং ভালো হয়েছে। এখন পর্যন্ত শীর্ষে আছি তাতে বলে দেয় ছন্দে আছি। এই ছন্দ সুপার লিগেও ধরে রাখতে হবে।’
ব্যক্তিগত লক্ষ্য নিয়ে নাঈম বললেন, ‘দেখুন, কত রান করতে চাই এটা কখনো ভাবিনি। আমি এমন কিছু করতে পারি সেই বিশ্বাসটা আমার ছিল। লিগে শেষ দুই তিন বছর ধরেই ধারাবাহিক। এবারও নিজের রান চূঁড়ায় রেখে যেতে চাই।’ আর সেটা হলে রূপগঞ্জও পেয়ে যেতে পারে প্রিমিয়ার লিগের শিরোপা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে অন্য এক মেজাজে রয়েছে লিজেন্ডসরা। সুপার লিগ শুরু হচ্ছে ১৮ এপ্রিল।
Discussion about this post