রুবেল হোসেনের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠল। নিউজিল্যান্ড সফরে তো অনেকেই খারাপ করেছেন তাহলে শুধু একা কেন কপাল পুড়বে এই পেসারের? তাকে রাখা হয়নি ভারত সফরের ১৫ সদস্যের বাংলাদেশ দলে।বদলি হিসেবে জায়গা পেলেন ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম।
এর আগে অবশ্য নিউজিল্যান্ড সফরে শফিউলের ইনজুরিতেই কপাল খুলেছিল রুবেলের।
মিরপুর শেরেবাংলায় বুধবার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, ‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে দল দিয়েছিলাম, সেখানে শফিউল আমাদের প্রথম পছন্দ ছিল। তার হঠাৎ ইনজুরিতে রুবেলকে তখন দলে নেয়া হয়েছিল। যেহেতু শফিউল ফিট আছে,তাই তাকে নেওয়া হল।’
চোট মুক্ত হয়ে এই ডানহাতি পেসার ঘরোয়া ক্রিকেটে এরইমধ্যে খেলেছেন দুটি ম্যাচ। সেখানে নিজের ফিটনেস পরীক্ষাটাও দিয়েছেন তিনি।
৯ টেস্টে ১৫ উইকেট পাওয়া এই বোলার এবার ভারতের মাটিতে ঝড় তুলতে চাইছেন। আর টেস্ট অধিনায়ক মুশফিক তার দল নিয়ে খুশি। তিনি বলেন, ‘আমি যে দল পেয়েছি, তা নিয়ে খুবই খুশি। আমার তো মনে এটাই এ মুহুর্তে বাংলাদেশের সেরা দল। যারা ফর্মে রয়েছে তারাই আছেন দলে।’
সফরে ৯ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা। তার আগে হবে ৫ ফেব্রুয়ারি শুরু দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার সকালে দল উড়াল দেবে ভারতের পথে।
Discussion about this post