গত কয়েক বছর ধরেই লড়ে যাচ্ছেন তিনি। কিন্তু কিছুতেই স্বস্তি মিলছে না। ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়াই চলছেই ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। ফের শরীর খারাপ হয়ে গিয়েছে এই ক্রিকেটারের। শারীরিক অবস্থার সংকটাপন্ন হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় তাকে।
বুধবার রুবেলকে আইসিইউতে ভর্তি করানোর পরই উদ্বিগ্ন হয়ে উঠেন সবাই। রুবেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরে থেকে চিকিৎসা করিয়েছেন। দেশেও চলেছে চিকিৎসা। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন রুবেল। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়- পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। ফের শুরু করেন কেমোথেরাপি।
৩৯ বছর বয়সী রুবেল ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছিলেন। এরমধ্যে অসুস্থ হয়ে পড়লেন। তার স্ত্রী চৈতি ফারহানা গণমাধ্যমে জানিয়েছেন, বর্তমানে টিউমার স্থিতিশীল থাকলেও ইডিমার ফলে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে রুবেলের।
Discussion about this post