শুধু নাম বিভ্রাটই নয়, কাকতলীয়ভাবে জন্মদিনটাও মিলে গেছে বলেই বিলম্বিত হচ্ছে রুবেল হোসেনের দক্ষিণ আফ্রিকা সফর। গত শনিবার বিমানবন্দর পর্যন্ত গেলেও দলের সঙ্গে জোহানেসবার্গে যাওয়া হয়নি তার। সতীর্থরা ছাড়পত্র পেলেও দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ তাকে আটকে দেয়। নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না আসায় এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ টাইগার বোলারকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায় তাকে। বাসায় ফিরে আসেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা নিয়ে শঙ্কা নেই তার।
শঙ্কার খবর হল তার নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত। রুবেল হোসেন নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত। এখন ক্রিকেটার রুবেলই সেই রুবেল কি না, এ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন তারা। এ জন্যই আটকে আছে ছাড়পত্র। বিসিবির ধারণা, অন্য কোনো রুবেল হোসেন হয়তো কখনো দক্ষিণ আফ্রিকায় কোনো অপরাধ করেছেন, যার মাশুল দিতে হচ্ছে ক্রিকেটার রুবেলকে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার জানান, ‘রুবেলের ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ওর জন্ম তারিখ নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে এটা ঠিক করার যথেষ্ট চেষ্টা চলছে। হয়তো এক-দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’ একইসঙ্গে অঅকরাম বলেন, ‘রুবেল কেন ব্ল্যাক লিস্টে যাবে? বাংলাদেশের হয়ে অন্য সব দেশেই সে খেলতে গিয়েছে। ওটা একটা ভুল । ওর জন্ম তারিখের সমস্যা হয়েছে।’
২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে মুশফিকের দল। সেই ম্যাচে একাদশে থাকতে পারেন রুবেল। আকরামের বিশ্বাস এই সমস্যা কেটে গিয়ে সফরে যেতে পারবেন রুবেল। তিনি বলেন, ‘এটা ঠিক তো হতেই হবে। কারণ, ও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে বাংলাদেশের দরকার আছে। আমরা তো একটা ভুল বোঝাবুঝি মেনে নিতে পারি না।’
Discussion about this post