ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শেষ অব্দি এই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুক্রবার মধ্যরাতে উদ্বোধনী ম্যাচে ২ উইকেটে জিতল বিরাট কোহলির দল।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে কোহলির দলকে ১৬০ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার মুম্বাই। শেষ অব্দি ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে রোহিতের দল। বল হাতে প্রথমবারের মতো ৫ উইকেট নেন বেঙ্গালুরুর পেসার হার্শাল প্যাটেল।
খেলার শেষ ওভারে জিততে ৭ রান চাই ব্যাঙ্গালোরের। শেষ ৩ বলে দরকার ৩ রান। স্ট্রাইকে এবি ডি ভিলিয়ার্স। দুই রানের চেষ্টায় তিনি রান আউট। এরপর মার্কো ইয়ানসেনের শেষ দুই বলে দুটি সিঙ্গেল নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যাঙ্গালোর।
২৭ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৮ রান করেন ডি ভিলিয়ার্স। তবে ম্যাচসেরা হার্শাল প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর-
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৫৯/৯ (রোহিত ১৯, লিন ৪৯, সূর্যকুমার ৩১, কিষান ২৮, হার্দিক ১৩, পোলার্ড ৭, ক্রুনাল ৭, ইয়ানসেন ০, রাহুল ০, বুমরাহ ১*; সিরাজ ৪-০-২২-০, জেমিসন ৪-০-২৭-১, চেহেল ৪-০-৪১-০, শাহবাজ ১-০-১৪-০, হার্শাল ৪-০-২৭-৫, ক্রিস্টিয়ান ২-০-২১-০, সুন্দর ১-০-৭-১)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২০ ওভারে ১৬০/৮ (সুন্দর ১০, কোহলি ৩৩, রজত ৮, ম্যাক্সওয়েল ৩৯, ডি ভিলিয়ার্স ৪৮, শাহবাজ ১, ক্রিস্টিয়ান ১, জেমিসন ৪, প্যাটেল ৪*, সিরাজ ০*; বোল্ট ৪-০-৩৬-১, বুমরাহ ৪-০-২৬-২, ইয়ানসেন ৪-০-২৮-২, ক্রুনাল ৪-০-২৫-১, রাহুল ৪-০-৪৩-০)।
ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হার্শাল প্যাটেল
Harshal Patel is adjudged the Man of the Match for his brilliant bowling figures of 5/27 as #RCB win the #VIVOIPL 2021 season opener.#MIvRCB pic.twitter.com/bVKTq0yxuQ
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Discussion about this post