ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারালেও বুধবার ওভালে নিউজিল্যান্ডের সঙ্গে পারল না। অবশ্য পারবেই বা কি করে? দলের ফিল্ডিং ছিলে দৃষ্টিকটু। উইকেটকিপার মুশফিকুর রহীম প্রাণ দিয়েছেন কেন উইলিয়ামস ও রস টেলরকে। তারা সুযোগটা কাজে লাগিয়েছেন। তারপরও লড়ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কানের পাশ দিয়ে গুলি গেছে। শেষদিকে চেপে ধরে ছিল বোলাররা। আগের সুযোগগুলো মিসের জন্য আক্ষেপ বেড়ে যায়।
রুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর হারাল বাংলাদেশকেও।
ওভালে অনুষ্ঠিত ম্যাচে বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.২ ওভারে অলআউট হয়ে করে ২৪৪ রান। জবাবে নেমে ৪৭.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন রস টেলর। কেন উইলিয়ামসনের ব্যাটে ৪০। টাইগারদের পক্ষে সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের দুইশতম ওয়ানডে ম্যাচটা স্মরণীয় করে রাখেন সাকিব আল হাসান। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ক্রিকেটার তুলেন ৬২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের ৫০ রানের জুটি ছিলই ছিল বাংলাদেশের সেরা। এর আগে শুরুতে লড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দু’জন ৮ ওভারে করেন ৪৪ রান।
২৫ বলে ২৫ করে আউট সৌম্য। তামিম ২৪ রানে ধরেন সাজঘরের পথ।তখনই জুটি বাধেন-সাকিব-মুশফিক। কিন্তু বড় ইনিংস খেলার পথেই ছিলেন সাকিব। কিন্তু ৬৮ বলে ৬৪ করেই ভুল করেন তিনি। একইভাবে মোহাম্মদ মিঠুন ২৬ রানে তুলেন ভুল শট নির্বাচনে আউট।
হতাশ করেন মাহমুদউল্লাহও। তার ব্যাটে ৪১ বলে ২০। কিন্তু আটে নেমে মোহাম্মদ সাইফ উদ্দিন সফল। ব্যাট করতে নেমে পরপর দুই বলে মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ফিরিয়ে বাংলাদেশকে আড়াইশর নীচে আটকে রাখেন ম্যাট হেনরি। তবে আউটের আগে ৩৪ বলে তিন চার ও ইনিংসের একমাত্র ছক্কায় ২৯ রান করেন সাইফ।
কিউইদের হয়ে চার উইকেট নেন ম্যাট হেনরি। তবে ম্যাচসেরা রস টেলর।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২৪৪/১০ (তামিম ২৪, সৌম্য ২৫, সাকিব ৬৪, মুশফিক ১৯, মিঠুন ২৬, মাহমুদউল্লাহ ২০, মোসাদ্দেক ১১, সাইফ ২৯, মিরাজ ৮, মাশরাফি ১, মুস্তাফিজ ০*; হেনরি ৯.২-০-৪৮-৪, বোল্ট ১০-০-৪৪-২, ফার্গুসন ১০-০-৪০-১, ডি গ্র্যান্ডহোম , নিশাম ২-০-২৪-০, স্যান্টনার ১০-১-৪১-১)
নিউজিল্যান্ড: ৪৭.১ ওভারে ২৪৮/৮ (গাপটিল ২৫, মানরো ২৪, উইলিয়ামসন ৪০, টেলর ৮২, ল্যাথাম ০, নিশাম ২৫, ডি গ্র্যান্ডহোম ১৫, স্যান্টনার ১৭*, হেনরি ৬, ফার্গুসন ৪*; মাশরাফি ৫-০-৩২-০, মুস্তাফিজ ৭.১-০-৪৮-০, মিরাজ ১০-০-৪৭-২, সাইফ ৭-০-৪১-২, সাকিব ১০-০-৪৭-২, মোসাদ্দেক ৮-০-৩৩-২)
ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রস টেলর
Discussion about this post