শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এক বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয়ে নিদহাস ট্রফির ফাইনালে উঠে গেল বাংলাদেশ। ১৮ মার্চ শিরোপা লড়াইয়ে ভারতের সঙ্গে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
আর জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষদিকে পথ হারাতে বসেছিল টাইগাররা। আর শেষ দুই বলে দরকার ছিল ৬ রান। মাহমুদউল্লাহ ওই ওভারের পঞ্চম বলে উদানাকে উড়িয়ে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে! রদ্ধশ্বাস ছড়ানো এক জয়ের পর গোটা দল মেতে উঠে নাগিন ড্যান্সে।
শুক্রবার কলম্বোতে সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের পাঠায় সাকিব আল হাসানের বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে লঙ্কানরা। জবাবে ১ বল বাকী থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
ইসুরু উদানার করা ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। প্রথম বলে কোনো রানই অাসেনি। দ্বিতীয় বলে রান আউট মুস্তাফিজ। যদিও এই বলটি নোবল ছিল। যা নিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃতীয় বলে স্ট্রাইকে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই বলেই তুলে নেন চার। পরের বলে দুই রান। জয়ের জন্য শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে উৎসবে ভাসিয়ে দেন তিনি।
রিয়াদের ম্যাচজয়ী ইনিংসটি ৪৩ রানের। ৩ চার ও ২ ছক্কায় ১৮ বলে এই অসাধারন ইনিংসটি খেলেন এই তারকা ক্রিকেটার
টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি টাইগারদের দ্বিতীয় জয়।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৯/৭ (গুনাথিলাকা ৪, মেন্ডিস ১১, কুসল ৬১*, থারাঙ্গা ৫, শানাকা ০, জিবন ৩, থিসারা ৫৮, উদানা ৭*, দনঞ্জয়া ১*; সাকিব ১/৯, রুবেল ১/৪১, মুস্তাফিজ ২/৩৯, মিরাজ ১/১৬, মাহমুদউল্লাহ ০/২৯, সৌম্য ১/২১)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬০/৮ (তামিম ৫০, লিটন ০, সাব্বির ১৩, মুশফিক ২৮, সৌম্য ১০, মাহমুদুল্লাহ ৪৩*, সাকিব ৭, মিরাজ ০, মুস্তাফিজ ০, রুবেল ০*; ধনঞ্জয়া ২/৩৭, মেন্ডিস ১/২৪, ফের্নান্দো ০/১০, আপোন্সো ১/১৯, পেরেরা ০/২০, গুনাথিলাকা ১/২৪, উদানা ১/২৬)
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post