গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হচ্ছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দলে থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক! এই দুজন অনুশীলনেও হাজির না থাকায় বাতাসে ভাসতে থাকা খবরটা আরো জোড়ালো হল। তারা দু’জন অবশ্য বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচটিতেও ছিলেন না। তাদের ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে টাইগাররা। তাদের নিয়ে অনিশ্চয়তার সঙ্গে নাসির হোসেনের ভক্তদের জন্য সুখবর। অজিদের বিপক্ষে সিরিজে এই অলরাউন্ডার দলে থাকতে পারেন। দুই বছর পর টেস্ট দলে ফিরতে চাইছেন নাসির।
জানা গেছে জাতীয় দলের নির্বাচকরা ২৯ জনের দল কমিয়ে ১৭ জনে নিয়ে আসবেন। সামনে প্রস্তুতি ম্যাচ রয়েছে। তারপরই দল ঘোষণা করবেন মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেখানে রিয়াদ-মুমিনুল কাটা পড়লেও নাসিরের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত।
বাংলাদেশের জার্সি গায়ে এ পর্যন্ত ১৭টি টেস্টে খেলেছেন নাসির।তার রয়েছে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য আলোচিত এই ক্রিকেটার অস্ট্রেলিয়া সিরিজে হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস। সর্বশেষ টেস্ট খেলেন ২০১৫ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নির্বাচকরা আছেন মধুর যন্ত্রনায়। একাদশ গড়াটা সহজ হচ্ছে না তাদের। প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়ে পেসার শফিউল ইসলাম মূল দলে জায়গা করে নেয়াটা প্রায় নিশ্চিত করেছেন। নিউজিল্যান্ড সফরের ঠিক আগে চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে চোটে পড়ে বাদ পড়া লিটন দাসের ফেরার কথাও শোনা যাচ্ছে।
দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার ঢাকা আসার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। ২৭ আগস্ট থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু দুই দেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।
Discussion about this post