মুশফিকুর রহিম অবসর নিয়েছেন টি-টুয়েন্টি থেকে। সুতোর ওপর ঝুলছে মাহমুদউল্লাহ রিয়াদের ভাগ্যটাও। এই তারকা ক্রিকেটার কি থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ দলে? উত্তরটা সমযই বলে দেবে। তবে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিলেন, বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহকে নাও দেখা যেতে পারে। কিন্তু এটাও জানালেন, মাহমুদউল্লাহ চাইলে তাকে মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করবে বিসিবি।
বিশ্বকাপের ১৫ জনের দলে এক হিসাবে অনিশ্চিত রিয়াদের ভাগ্য। কারণ বিসিবির চোখ সামনে। শুধু অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ নয়, ভাবনায় ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র টি-টুয়েন্টি বিশ্বকাপও!
বিসিবি সভাপতি পাপন মঙ্গলবার বলছিলেন,‘এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাট সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে।’
পাপন আরও যোগ করলেন, ‘সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা। এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয় আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ছয় বা সাত মাস বা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড়ায় যায় তাহলে তো ভালো, মাথায় থাকতে হবে সব কিছুই কিন্তু আমরা সামনের বিশ্বকাপের জন্য করছি।’
এদিকে মুশফিক এই মাসেই ছেড়েছেন আন্তর্জাতি টি-টুয়েন্টি। ব্যাপারটায় কিছুটা কষ্ট পেয়েছেন পাপন। বলছিলেন, ‘যদি ওকে রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা না দিতে পারি তাহলে, ওকে এই সুযোগ নুন্যতম সম্মান তো দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। একেকটা ফরম্যাটে একেক জনের জায়গা হয় না টিম কম্বিনেশনের কারণে সেটা ভিন্ন বিষয়। ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো দুই বছর পর অনেককে পাবো না। নতুন দল তৈরি করতে চাচ্ছে সেটাও ভিন্ন ইস্যু। তবে খেলোয়াড়রা নিজেররা অবসরের ঘোষণা না দিয়ে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে সম্মান জানিয়ে বিদায় দেব। সেটা যে কোনো ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়।’
Discussion about this post