পাকিস্তান-ভারত সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। আজ রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাহোর কালান্দার্সের হয়ে খেলা লেগস্পিনার রিশাদ ও পেশোয়ার জালমির হয়ে খেলা তরুণ পেসার নাহিদ রানা ছিলেন পাকিস্তানে পিএসএলে অংশ নিতে। কিন্তু রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পরপরই আতঙ্কিত হয়ে পড়েন তারা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে কথা বলেন রিশাদ-নাহিদসহ অন্য বিদেশি ক্রিকেটাররা।
পাকিস্তানের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, হামলার ফলে শুধু আজকের ম্যাচই নয়, পুরো পিএসএলই স্থানান্তরের চিন্তা করছে পিসিবি। এমন বাস্তবতায় নিজ নিজ দেশে ফেরার আগ্রহ জানিয়ে দেন অধিকাংশ বিদেশি ক্রিকেটার। পিসিবি জানিয়েছে, বিদেশিদের ফিরিয়ে দিতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে, যেটি প্রথমে তাদের দুবাইয়ে নিয়ে যাবে। সেখান থেকে নিজ নিজ দেশে ফিরবেন সবাই।
এদিকে বিসিবিও বিষয়টি নিয়ে দারুণ উদ্বিগ্ন। রিশাদ ও নাহিদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। বিসিবি সূত্র জানায়, যেকোনো মূল্যে দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানো হবে। রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরানোই জরুরি কাজ হিসেবে দেখছে বিসিবি।
Discussion about this post