মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের বীরোচিত ব্যাটিংয়ে বাংলাদেশ জাগিয়েছিল পাহাড় টপকানোর। স্মরণীয় এক জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল সিলেটে। কিন্তু দুর্দান্ত এক শেষ ওভারে শ্রীলঙ্কাকে জেতালেন দাসুন শানাকা।
সোমবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ২০৭ রান তাড়ায় বাংলাদেশ আটকে যায় ২০৩ রানে।
৫৫০ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে ৩১ বলে ৫৪ করেন মাহমুদউল্লাহ। জাকের করেন ৩৪ বলে ৬৮ রান। ৬টি ছক্কা মারেন ২৬ বছর বয়সী ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৩ (আভিশকা ৪, কুসাল মেন্ডিস ৫৯, কামিন্দু মেন্ডিস ১৯, সামারাউইক্রামা ৬১*, আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৭-১, তাসকিন ৪-০-৪০-১, শেখ মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০, রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ২০৩/৮ (লিটন ০, সৌম্য ১২, শান্ত ২০, হৃদয় ৮, মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮, মেহেদি ১৬, রিশাদ ০, তাসকিন ২*, শরিফুল ৪*; ম্যাথিউস ৩-০-১৭-২, বিনুরা ৪-০-৪১-২, থিকসানা ৪-০-৩২-১, শানাকা ৩-০-৩৬-২, দানাঞ্জায়া ২-০-১৯-০, পাথিরানা ৪-০-৫৬-১)।
ফল: শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: চারিথ আসালাঙ্কা।
Discussion about this post