অনেকটা জোড়াতালিতেই এবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। করোনাকালে এই আয়োজনে থাকছে না অনেক কিছুই। এবার প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবস্থা না করায় ডিআরএস ব্যবস্থা থাকছে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সময় স্বল্পতাকেই দায়ী করলেন।
তারপর বিপিএল ক্রিকেটের অষ্টম আসর শুরু কবে আসছে ২১ জানুয়ারি।ঠিক এমন সময়ে জানা গেল-এবারের টুর্নামেন্টে থাকছে না আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। অবশ্য প্রযুক্তি নিয়ে এমন সীমাবদ্ধতা বিপিএলে থাকছে অনেক দিন ধরেই। সব মিলিয়ে আয়োজনের প্রযুক্তি ও ব্রডকাস্টের মান কমছেই। এ
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এনিয়ে বলেন, ‘এবারের বিপিএল আমরা অল্প সময়ের প্রস্তুতিতে করছি। অনেক জায়গায় সংগ্রাম করতে হয়েছে। অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। ডিআরএসটা দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা ডিআরএস ম্যানেজ করতে পারিনি। ডিআরএসের টেকনিশিয়ানরা যেসব ভেন্যুতে খেলা হচ্ছে সেখান থেকে আর আসতে চাচ্ছে না। সুতরাং এটা নিয়ে একটা সংগ্রাম করতে হয়েছে।’
ডিআরএস নেই এ বিষয়টি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মল্লিক আরও বলছিলেন, ‘এটা আলাপের বিষয় না। যদি এমন হতো ডিআরএস আছে, কিন্তু আমরা নিচ্ছি না, তাহলে আলাপের বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি। যদি না আসে তাহলে সবাইকে এটা মেনে নিয়েই টুর্নামেন্ট খেলতে হবে।’
এদিকে করোনার মাত্রা বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই শুরু হচ্ছে এবারের বিপিএল। রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, দর্শকদের ব্যাপারটা আমরা চূড়ান্ত করেছি। সরকারের সাথে কথা বলেছি। আমরা দর্শক উপস্থিতিকে নিরুৎসাহিত করছি। যদি পরিবেশ-পরিস্থিতি আমাদের অনুকূলে আসে পরবর্তী রাউন্ডে সরকারের অনুমোদন সাপেক্ষে দর্শক অনুমোদনের চেষ্টা করব।’
Discussion about this post