বিশ্বকাপ বাছাই পর্বে এক রোমাঞ্চকর ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৩৫ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানার দল। এটি ওয়ানডেতে বাংলাদেশের নারীদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল মাত্র ২ রান। তখনই নাটকীয় মুহূর্ত—ফ্রি হিট পেয়ে দারুণ সাহসিকতায় বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠজুড়ে উদযাপনে মাতেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি। ব্যাট ফেলে, হেলমেট খুলে গর্জে ওঠা সেই মুহূর্তে যেন ধরা দিল এক বীরের উল্লাস।
প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করে ম্যাচ জেতানো নায়ক হয়ে উঠলেন রিতু। অপরাজিত ৬৭ রানের ইনিংসটি খেলেন মাত্র ৬১ বলে। বিশেষ করে নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে তার গড়া ৩৪ বলে ৫৪ রানের জুটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এটি বাংলাদেশের নারী ওয়ানডেতে নবম উইকেট জুটিতে সর্বোচ্চ রান।
প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ২৭১ রানের বিশাল সংগ্রহের পর ১৭৮ রানে হারানোর পর, এদিনের জয় দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে এনেছে শ্রেয়তর নেট রান রেটের কারণে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৩৫/৮ (৫০ ওভারে)
ডেলানি ৬৩, প্রেন্ডারগাস্ট ৪১, হান্টার ৩৩; রাবেয়া ৩ উইকেট, ফাহিমা ২
বাংলাদেশ: ২৪০/৮ (৪৮.৪ ওভারে)
রিতু মনি ৬৭*, নিগার ৫১, ফাহিমা ২৮; কেলি ২ উইকেট
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: রিতু মনি
Discussion about this post