মাঠের বাইরে সময় কাটছে তাসকিন আহমেদের। ইনজুরি বিপাকে ফেলে দিয়েছে তাকে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। সত্যিকার অর্থেই দুঃসময়ে আছেন এই পেসার। এবার রিকশা করে ঘুরতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় চোট পেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানালেন খোদ তাসকিন।
গত শনিবার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েই এই অভিজ্ঞতার মুখোমুখি হন তাসকিন। আচমকা প্রাইভেট কারের ধাক্কায় রিকশার চাকা ভেঙে যায়। সঙ্গে থাকা বন্ধু আর তিনি রিকশা থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন।
তাসকিন তার ফেসবুক এনিয়ে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দুজনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই। তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’
জানা গেছে, হাত আর পায়ে অল্প ব্যথা পেয়েছেন তাসকিন। এখনো পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। চলছে পুনর্বাসন প্রক্রিয়া!
Discussion about this post