বৃহস্পতিবার দুঃসংবাদ বয়ে আনল মাশরাফি বিন মর্তুজার জন্য। বাসা থেকে স্টেডিয়ামে তাই রিকশায় করে রওনা হয়েছিলেন তিনি। পথেই পেছন থেকে তার রিকশায় বাসের ধাক্কা লাগে। তবে ভাগ্য ভাল তার। একটুর জন্য বেঁচে গেছেন বড় দুর্ঘটনা থেকে। সংবাদ মাধ্যমকে মাশরাফি বলছিলেন-“আমার টেছনে থাকা বাসটি একটু এলেমেলো চলছিল। তাইতো রিকশায় থেকে খেয়াল রাখছিলাম। বাসটি যখন আমার রিকশার কাছাকাছি এসে যখন ধাক্কা দিতে যাচ্ছে তখন আমি লাফ দেই। বাস ঠিকই ধাক্কা দেয় রিকশাকে, রিকশার চাকা ভেঙে যায়। পেছনেই ছিল একটি পুলিশের গাড়ি। ওরা এসে আমাকে টেনে তোলে।”
এরপর অবশ্য হাসপাতালে যেতে হয়নি তাকে। সামান্য চোট পান টাইগার অধিনায়ক। একই সঙ্গে নিজের উদারতার পরিচয় দেন। পুলিশ বাসের চালককেও আটক করেছিল পুলিশ। কিন্তু মাশরাফির পুলিশকে অনুরোধে তাদের ছেড়ে দেয় পুলিশ।
বিসিবির চিকিৎসকরা তার দুই হাতে ও হাঁটুতে ব্যান্ডেজ করে দেন। দিনকয়েকের মধ্যে অবশ্য এই আঘাত সেরে যাবে।
Discussion about this post