ব্যর্খতার বৃত্তে বন্ধী হয়েই আছেন বিরাট কোহলি। বলিউড নায়িকা আনুশকা শর্মার সঙ্গে প্রেমে জড়ানোর পর থেকেই ফর্ম হারিয়েছেন এই ব্যাটসম্যান। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তিনি সাজঘরে ফিরলেন কোন রান না করেই। তবে দ্বিতীয় ওয়ানডেতে কথা বলল সুরেশ রায়নার ব্যাট। এরপর সাফল্য পেলেন ভারতীয় বোলাররাও। তাতেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ১৩৩ রানে হারিয়েছে ভারত।
তাতে ৫ ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে গেল ভারত। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ছিল প্রথম ম্যাচ।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৩০৪ রান তুলে। ১৯ রানেই দুই উইকেট হারানোয় শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। তবে রোহিত শর্মা করেন ৫২ রান। রায়নার ব্যাট থেকে আসে ১০০। এটি তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ৫২ রান করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ক্রিস ওকস ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন।
এরপরই বৃষ্টি নামে। তাইতো ম্যাচ কমে আসে ৪৭ ওভারে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২৯৫।
কিন্তু তারা ৩৮.১ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায়।
অ্যালেক্স হেলস করেন ৪০ রান। ২৮ রানে ৪ উইকেট নেন রবিন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩০৪/৬ (রোহিত ৫২, রাহানে ৪১, রায়না ১০০, ধোনি ৫২; ওকস ৪/৫২, ট্রেডওয়েল ২/৪২)
ইংল্যান্ড: ৩৮.১ ওভারে ১৬১/১০ (কুক ১৯, হেলস ৪০, মর্গ্যান ২৮, স্টোকস ২৩, ওকস ২০; জাদেজা ৪/২৮, সামি ২/৩২, অশ্বিন ২/৩৮)।
ফল: ডিএল ম্যাথডে ভারত ১৩৩ রানে জয়ী
ম্যাচসেরা: সুরেশ রায়না
Discussion about this post