ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম টেস্টে ৩৬ রানে অলআউটের দুঃস্বপ্ন। দ্বিতীয় টেস্টে ছিলেন না বিরাট কোহলি। সব মিলিয়ে কঠিন এক অবস্থার মধ্যে অজিঙ্কা রাহানে পেয়েছেন ভারতের টেস্ট দায়িত্ব। যে কারণে তার ওপর চাপটা ছিল বেশি। তবে রোববার সেটা বুঝতেই দিলেন না তিনি। মেলবোর্ন টেস্টে উল্টো দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিডও এনে দিয়েছেন তিনি।
টেস্টে শেষ সেঞ্চুরিটি রাহানে অবশ্য করেছিলেন ২০১৯ সালের অক্টোবরে। এরপর তিনি টেস্টে খেলেছেন আরও ৮টি ইনিংস। সেঞ্চুরি পাননি। অস্ট্রেলিয়া সফরে এসে একটা সেঞ্চুরি তাঁর আরাধ্যই ছিল। সেটাই আজ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে করলেন তিনি। দিন শেষে তিনি অপরাজিত ১০৪ রানে। আর ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭৭ রান। এদিকে লিড ৮২ রানের।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর নিজেরা ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব ভালো করতে পারেনি ভারত। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই মিচের স্টার্কের বলে এলবিডব্লু হয়ে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। শুভমন গিল ৪৫ রান করে ফেরার পর ভারতীয় টেস্ট দলের ‘নির্ভরতা’ চেতেশ্বর পূজারাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর শঙ্কা যখন দিগন্তে উঁকি দিচ্ছে, ঠিক তখনই ‘অধিনায়ক’ রাহানে-শো দেখল মেলবোর্ন। ১০৪ রানের ইনিংস খেলতে তিনি মুখোমুখি হয়েছেন ২০০ বল। মেরেছেন ১২টি চার। তবে তার ইনিংসটা কিন্তু নিষ্কলুষ নয়। দুটি ক্যাচ ফেলেছেন অস্ট্রেলীয় ফিল্ডাররা।
চলতি শতকে মেলবোর্নে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পাওয়া প্রথম ভারতীয় অজিঙ্কা রাহানে। শেষবার ভারত অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরি তুলেন ১৯৯৯ সালে শচীন টেন্ডুলকার।
ঋষভ পন্ত এ টেস্টে সুয়োগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ২৯ রান করেই শেষ হয়েছে তার ইনিংস। তবে রবীন্দ্র জাদেজা বল হাতে ৩৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দুর্দান্ত ছুঁটছেন। অধিনায়ক রাহানেকে দারুণ সঙ্গ দেন তিনি।
রাহানের সঙ্গে জাদেজার ১০৪ রানের জুটিটিই আজ ভারতকে নিয়ে গেছে চালকের আসনে। সোমবার তৃতীয় দিনটাকে পুরোপুরি নিজেদের করে নেওয়ার আত্মবিশ্বাস জোগাচ্ছে এ দুজনের জুটিই।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৫/১০
ভারত ১ম ইনিংস: ৯১.৩ ওভারে ২৭৭/৫ (গিল ৪৫, পুজারা ১৭, রাহানে ১০৪*, বিহারি ২১, পান্ত ২৯, জাদেজা ৪০*; স্টার্ক ১৮.৩-৩-৬১-২, কামিন্স ২২-৭-৭১-২, হেইজেলউড ২১-৬-৪৪-০, লায়ন ১৮-২-৫২-১, গ্রিন ১২-১-৩১-০)।
Discussion about this post