ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। একের পর এক হারের লজ্জায় ডুবছে দল। দেশের বাইরে টানা ৯ টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে দল কিছুদিন আগেই। ইনিংস ব্যবধানে নিয়মিত দল হারছে। ঠিক এমন দৃশ্যপটে শনিবার ফের লড়াইয়ে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
অপেক্ষাকৃত দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে কী ছন্দে ফিরতে পারবে টাইগাররা? মুমিনুল হকরা কেমন করবে একমাত্র এই টেস্টে?
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এই লড়াই শুরুর আগে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হলেন রাসেল ডমিঙ্গো। টাইগার কোচ স্বপ্ন দেখালেন। আর সময় ও সমর্থন চাইলেন। রাসেল ডমিঙ্গো মিরপুরের শেরেবাংলায় বলেন, ‘দেখুন, বাংলাদেশের সবাই ক্রিকেটকে পাগলের মতো ভালোবাসে। দর্শক-গণমাধ্যম সবকিছুই অবিশ্বাস্য। কিন্তু সবাইকে বুঝতে হবে, টেস্ট দলে থাকা নাজমুল হোসেন শান্ত খেলেছে ৩টি টেস্ট। সাইফ হাসান তার দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে। আবু জায়েদ ৭টি টেস্ট খেলেছে। এবাদত হোসেন খেলেছে ৪টি। দলটা খুবই অনভিজ্ঞ। দলের অধিনায়ক দায়িত্ব নিয়েই ভারত, পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেছে।’
কথা ভুল বলেন নি। দলে অনভিজ্ঞদের সংখ্যাটাই বেশি। প্রসঙ্গ টেনে , ‘বিশ্বের অন্যান্য অধিনায়কের হাতে ১০০-১৫০ টেস্ট খেলা টেস্ট বোলার আছে। ব্রড খেলেছে ১৪০, রাবাদা খেলেছে ৫০ টেস্ট, ফিল্যান্ডার খেলেছে ৭০ টেস্ট। মিচেল স্টার্ক খেলেছে ৬০ টেস্ট। আমি বলতে চাচ্ছি, সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে। নির্বাচকদেরও কিছু ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে হবে।’
এখানেই শেষ করেন নি ডমিঙ্গো। টাইগার কোচ আরও বলেন, ‘আমি যে দলটির কোচিং করাচ্ছি, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এটিই সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল। আর আপনারা প্রত্যাশা করছেন, এই দলটি ভারত, পাকিস্তান গিয়ে এক দিনের অনুশীলনেই ওদের সঙ্গে প্রতিযোগিতা করবে। সবাই ধৈর্য ধরুন। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। সমর্থক ও সংবাদমাধ্যমের সমর্থন ওদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ভালো খেলতে হবে, ওরা এটা জানে। তবে কিছু সময় দরকার, বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতা করতে। সুতরাং ধৈর্য ধরুন। ওরা আপনাদের গর্বিত করবে। কিছু সময় দরকার।’’
এবারও সাকিব আল হাসান নেই দলে। নেই মাহমুদউল্লাহ রিয়াদ। যিনি অফফর্মে। রাসেল ডমিঙ্গো বলছিলেন, ‘কঠিন সত্য হলো আমি এখন সাকিবকে পাচ্ছি না। রুবেল হোসেন দশ বছর খেলেছে, তাকে টেস্টে নেব আমি? এখন যারা আছে তাদের খেলিয়েই অভিজ্ঞ করতে হবে।’
Discussion about this post