এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ নামছে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটাই এখন টাইগারদের জন্য সুপার ফোরের টিকিট। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, মাঠে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই শূন্যস্থান কে পূরণ করবেন? ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরালি কার্তিকের বিশ্বাস, লিটন দাস আর রিশাদ হোসেন সামলে নেবেন দায়িত্ব। মুরালির চোখে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ‘ট্রাম্প কার্ড’। অন্যদিকে সাইমন ডুল বাজি ধরছেন তরুণ ব্যাটার জাকের আলী অনিকের ওপর।
টুর্নামেন্টে শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুটি জয় নিয়ে সুপার ফোরে। হংকং তিন ম্যাচ হেরে ছিটকে গেছে। বাকি একটি স্থান নিয়ে লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় এবং লঙ্কানরাও আফগানদের হারায়, তবে টাইগাররা ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে। কিন্তু আফগানিস্তান যদি লঙ্কানদের হারায়, তখন তিন দলেরই পয়েন্ট হবে ৪। নির্ধারণ হবে নেট রান রেটে, যেখানে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে (বাংলাদেশ –০.৬৫০, আফগানিস্তান +৪.৭, শ্রীলঙ্কা +১.৫৪৬)।
আফগানদের বিপক্ষে শুধু জয় নয়, চাই বড় ব্যবধানের জয়। এক কথায়, আজকের ম্যাচটাই এশিয়া কাপে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে!
Discussion about this post