কমলার শহর নাগপুরে রান বন্যা হল! বুধবার ষষ্ঠ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৬ উইকেটে ৩৫০ রান। সেই রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে ভারত। ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। আর সে সঙ্গে সিরিজে ২-২-এ সমতাও নিয়ে এলো স্বাগতিকরা। এর অর্থ সপ্তম ওয়ানডে হয়ে গেল অলিখিত ফাইনাল। ব্যাঙ্গালোরে ২ নভেম্বর সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। অধিনায়ক জর্জ বেইলি ও শেন ওয়াটসন সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন। বেইলি ১১৪ বলে ১৫৬ রান। ওয়াটসন করেন ৯৪ বলে ১০২ রান। দু’জন তৃতীয় উইকেট জুটিতে জমা করলেন ১৬৮ রান।
ভারত সঠিক জবাব দিতে শুরু করে। উদ্বোধনী জুটিতে আসে ১৭৮ রান। শিখর ধাওয়ান করেন সেঞ্চুরি। বিরাট কোহলি ৬৬ বলে ঝড়োগতির করেন ম্যাচ জেতানো ১১৫। দল পেয়ে যায় দারুন এক জয়।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৩৫০/৬, ৫০ ওভার (হিউজ ১৩, ফিনচ ২০, ওয়াটসন ১০২, বেইলি ১৫৬, ভোগস ৪৪*; জাদেজা ২/৬৮, অশ্বিন ২/৬৪)।
ভারত : ৩৫১/৪, ৪৯.৩ ওভার (রোহিত শর্মা ৭৯, ধাওয়ান ১০০, কোহলি ১১৫*, রায়না ১৬, ধোনি ২৫*; জনসন ২/৭২)। ফল : ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : বিরাট কোহলি।
Discussion about this post