ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এটা শুধু তাদের জন্য নিছক গা গরমের ম্যাচ নয়। কারণ চট্টগ্রাম টেস্টের আগে সাইফ হাসান ও সাদমান ইসলামকে আতশী কাঁচের নিচে রাখছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। যে ভাল করবেন তারই সম্ভাবনা উজ্জ্বল হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ তারা। কাজটা কঠিনই হয়ে গেল নির্বাচকদের।
৩ ফেব্রুয়ারি শুরু চট্টগ্রাম টেস্টে। তার আগে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারবিয়ান দল। এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিনে ব্যাট হাতে ব্যর্থ স্বাগতিকদের দুই ওপেনার। দ্বিতীয় সকালে সাইফ আউট ১৫ রানে। সাদমান ফিরলেন ২২ রানে। এর অর্থ নির্বাচকরা নিশ্চয়ই দ্বিধায় পড়ে গেলেন। তামিম ইকবালের সঙ্গে টেস্ট সিরিজে ওপেন করবেন কে, বলা যাচ্ছে না এখনই।
শনিবার দ্বিতীয় দিন সকালের সেশনে বিসিবি একাদশ ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি। দ্রুত ব্যাট চালিয়ে মোহাম্মদ নাঈম শেখ আউট ৪৫ রানে। টেস্ট একাদশে জায়গার জন্য লড়াই করা ইয়াসির আলি চৌধুরি ফেরেন মাত্র ১ রানে। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে বিসিবি একাদশের সংগ্রহ ৪ উইকেটে ১১৫ রান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে অলআউট হয় ২৫৭ রানে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পরের ব্যাটসম্যানরাও হতাশ করেছেন। শেষ অব্দি দল অলআউট মাত্র ১৬০ রানে। প্রতিপক্ষের চেয়ে ৯৭ রানে পিছিয়ে তারা।
নূরুল হাসান সোহান শেষে এসে যা একটু সফল। ৩০ রানে ফেরেন তিনি। উইন্ডিজের রাকিম কর্নওয়েল টেস্টের আগে প্রস্তুতিটা ভালই সেরে নিয়েছেন। ১৬.৪ ওভারে ৪৭ রানে নেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ : ২৫৭/১০
বিসিবি একাদশ : ৪৭.৪ ওভারে ১৬০/১০
Discussion about this post